নতুন ছবি

'পাগলা দিওয়ানা'

পাগলা দিওয়ানা ছবির দৃশ্য
পাগলা দিওয়ানা ছবির দৃশ্য

কাল শুক্রবার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পাগলা দিওয়ানা ছবিটি। পুতুল কথাচিত্রের ব্যানারে নির্মিত ছবিতে অভিনয় করেছেন শাহ রিয়াজ, পরীমনি, অমৃতা খান, সবুজ খান, মিশা সওদাগর, রুবেল, আলীরাজ, সিবা শানু প্রমুখ। ছবির গান লিখেছেন কবির বকুল ও সুদীপ কুমার। সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ূন। গানে কণ্ঠ দিয়েছেন আহমেদ হুমায়ূন, তৌসিফ, কনা, খেয়া, রূপম ও মিমি।
ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন জানান ছবিটি মৌলিক গল্পের। যেখানে প্রেম ভালোবাসা, আবেগ ও অ্যাকশনের চিত্র উঠে এসেছে।