প্রথম সিনেমার জন্য ওজন ৮ কেজি বাড়িয়ে দ্বিতীয় ছবির জন্য ১২ কেজি কমাতে হচ্ছে। নিজেকে চরিত্রের উপযোগী করে তুলতেই এমনটা করতে হচ্ছে ঢালিউডের নতুন মুখ জাহারা মিতুকে। সোমবার সন্ধ্যায় কলকাতা থেকে এমনটাই জানালেন তিনি।
মিতু ‘সুপার মডেল বাংলাদেশ-২০১৭’ বিজয়ী। এরপর ভারতে অনুষ্ঠিত ‘সুপার মডেল ইন্টারন্যাশনাল-২০১৭’-এরও তিনি একজন ফাইনালিস্ট। যদিও ভিসা জটিলতার কারণে পাঁচ দিন পর ভারতে পৌঁছেছিলেন তিনি। সেই সঙ্গে তিনি একই বছর মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রথম আসরের প্রথম রানারআপ। সেই মঞ্চেই তিনি জিতেছিলেন ‘মিস ফ্যাশন আইকন’ ও ‘মিস ন্যাশনাল কস্টিউমে’র খেতাব। জাহারা মিতুই এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র সুন্দরী, যাঁর সাতটি খেতাব আছে।
সিনেমায় অভিনয় করতে এই মুহূর্তে কলকাতায় আছেন জাহারা মিতু। ‘কমান্ডো’ নামের এই ছবিতে তিনি অভিনয় করবেন কলকাতার নায়ক দেবের বিপরীতে। ১১ মার্চ থেকে ছবিটির শুটিং শুরু হবে। এই ছবিতে অভিনয়ের জন্য ১২ কেজি ওজন কমাতে হয়েছে মিতুকে। জানালেন, ৫৫ কেজি ছিল, এখন তাঁর ওজন ৪৩ কেজি।
ওজন কমানোর কারণ প্রসঙ্গে কলকাতা থেকে মিতু বলেন, ‘এই ছবির জন্য আমার ওজন কমাতে হচ্ছে। আমি মনে করি, চরিত্রে ভাঙাগড়া না থাকলে তো শিল্পী হতে পারব না। তাই কষ্ট হলেও এই কাজটা করছি। আমি এমন চরিত্রে অভিনয় করতে চাই, যেখানে চরিত্রের জন্য বারবার ভিন্ন লুকে হাজির হতে পারব। প্রথম সিনেমা ‘আগুন’–এর জন্য বাড়িয়েছিলাম ৮ কেজি।’ খাবারের তালিকায় কী কী থাকছে জানতে চাইলে মিতু বলেন, ‘বিভিন্ন ধরনের সালাদ এবং ফলমূল খাচ্ছি। প্রোটিনযুক্ত খাবার এড়িয়ে চলছি।’
৩ মার্চ থেকে কলকাতায় অবস্থান করছেন মিতু। সেখানে নতুন ছবি ‘কমান্ডো’র জন্য লুক ঠিক করা, কস্টিউম ঠিক করার কাজটি করছেন। কথায় কথায় জানালেন, ‘কমান্ডো’ ছবিতে নাচ আর ফাইটিং আছে যেহেতু, জিম করতে হচ্ছে না। তবে প্রতিদিন সকালে ইয়োগা আর ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ করছি। শেষ মুহূর্তে ছবির শুটিং শুরুর সিদ্ধান্ত হওয়াতে প্রস্তুতি আরও ভালোভাবে নিতে পারিনি। তবে এরপরও যতটা সম্ভব প্রস্তুতি নিচ্ছি। ছবির শুটিংয়ের সেকেন্ড লট শেষে একটা বিরতি পাব, তখন আরও বেশ কিছু করার সময় পাব।’
‘আগুন’ ছবিতে মিতু অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। যদিও ছবির শুটিং এখন আটকে আছে। দ্বিতীয় ছবিতে মিতুর বিপরীতে অভিনয় করবেন দেব। এরই মধ্যে দেবের সঙ্গে দেখাও হয়েছে। বললেন, ‘তিনি খুবই অসাধারণ একজন মানুষ।’
মডেলিং ছাড়াও ৪০টিরও বেশি নাটক আর মিউজিক ভিডিওতে দেখা গেছে মিতুকে। ‘দ্য রিপাবলিক’ ও ‘বিবাহ হবে’ ধারাবাহিক দুটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তিনি। বঙ্গবন্ধু গোল্ডকাপ, বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ, ট্রাই ন্যাশনাল সিরিজ, বিপিএল আর এবার বিশ্বকাপ ক্রিকেট—বিটিভি ও ৫টি বেসরকারি টিভির জন্য এই সমস্ত খেলার অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি।
‘মেন্টাল’, ‘বসগিরি’, ‘শাহেনশাহ’ ছবিগুলো নির্মাণ করে আলোচনায় আসেন পরিচালক শামীম আহমেদ। মিতু ও দেবকে নিয়ে ‘কমান্ডো’ নির্মাণ করতে যাচ্ছেন শামীম আহমেদ। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া জানিয়েছে, করোনা নিয়ে একটা আতঙ্ক ছিল। অবশেষে সব সংশয় কাটিয়ে ‘কমান্ডো’র শুটিং শুরু হচ্ছে। প্রযোজক সেলিম খান বলেন, কলকাতা থেকেই ‘কমান্ডো’র শুটিং শুরু হচ্ছে। সেখানে করোনাভাইরাস নিয়ে তেমন আতঙ্ক নেই। মঙ্গলবার শুটিং শুরুর কথা ছিল, কিন্তু দোলযাত্রার কারণে এক দিন পিছিয়েছে। ১১ থেকে ১৯ মার্চ পর্যন্ত কলকাতার বিভিন্ন লোকেশনে ‘কমান্ডো’র শুটিং হবে। প্রথম লটের শুটিংয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।