৭১টি সিনেমা দেখা যাবে বিনা মূল্যে

নাটোর জেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে ‘গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশ-২০২১’
নাটোর জেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে ‘গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশ-২০২১’

তিন দিনে দেশ-বিদেশের ৭১টি সিনেমা দেখানো হবে বিনা মূল্যে। থাকবে চলচ্চিত্র নির্মাণবিষয়ক চারটি মাস্টারক্লাস। স্ক্রিপ্ট রাইটিং, আর্ট অব ডিরেকশন, প্রোডাকশন ডিজাইন এবং ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করবেন বরেণ্য চিত্রনির্মাতা ও প্রযোজকেরা। আজ রোববার নাটোর জেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে ‘গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশ-২০২১’। এত সব আয়োজন সেখানেই।

উদ্বোধনী প্রদর্শনীতে দেখানো হয় কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে নিয়ে আহসান কবীরের তথ্যচিত্র ‘গল্পলোকের চিত্রকর’। প্রদর্শনী শেষে ছিল দর্শক-নির্মাতা মতবিনিময়। উৎসবের দ্বিতীয় দিন প্রদর্শিত হবে হাসান আজিজুল হকের গল্প অবলম্বনে চলচ্চিত্র ‘খাঁচা’। এ ছাড়া আমন্ত্রিত চলচ্চিত্র বিভাগে প্রদর্শিত হবে এন রাশেদ চৌধুরীর চলচ্চিত্র ‘চন্দ্রাবতী কথা’। এ প্রদর্শনীর পরও দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তরপর্বে অংশ নেবেন পরিচালক ও কলাকুশলীরা। ২৮ ডিসেম্বর উৎসবের সমাপনী দিনে বিচারকের রায়ে পুরস্কারপ্রাপ্ত সেরা সাতটি চলচ্চিত্রকে দেওয়া হবে পুরস্কার। উৎসবে প্রতিদিন দেখানো হবে তিনটি করে সিনেমা।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সিনেমা বাংলাদেশের প্রধান উপদেষ্টা নাট্যজন রামেন্দু মজুমদার। তিনি বলেন, ‘সিনেমা বাংলাদেশ সারা বিশ্বের তরুণদের জন্য যে প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছে, তা খুবই সময়োপযোগী একটি উদ্যোগ। এ আয়োজনের মধ্য দিয়ে আমাদের দেশের তরুণেরা চলচ্চিত্র তথা শিল্পমাধ্যমে আমাদের হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যকে আরও ভালোভাবে তুলে ধরার সুযোগ পাবে। এই উৎসবের মধ্য দিয়ে নাটোরের চলচ্চিত্র আন্দোলন ভিন্ন মাত্রা পাবে।’ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম।

নাটোর জেলা পরিষদ মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে

যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে সিনেমা বাংলাদেশ ও নাটোর ফিল্ম ক্লাব। লক্ষ্মীপুর, রংপুর, ময়মনসিংহ এবং বান্দরবানের পর এটি উৎসবের পঞ্চম আসর।