‘“রাত জাগা ফুল” নামটি চমৎকার। সিনেমাটিও অনেক সুন্দর হয়েছে। সিনেমার টাইটেল গানটি আমার গাওয়া। আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সিনেমাটি মুক্তি পাচ্ছে বছরের একেবারে শেষ দিনে। আপনারা সবাই সিনেমা হলে আসবেন। আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে আমাদের সিনেমা দেখতে হবে। ভালো সিনেমা দেখতে হবে।’ সিনেমাটির টাইটেল গানের দুই লাইন খালি গলায় গেয়ে ভিডিও বার্তায় ‘রাত জাগা ফুল’ সিনেমার জন্য শুভকামনা জানান মমতাজ। সিনেমাটির মুক্তি উপলক্ষে গতকাল বুধবার ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সিনেমাসংশ্লিষ্ট বেশির ভাগ তারকা ও কলাকুশলী উপস্থিত থাকতে পারেননি। তবে সিনেমার প্রচারণায় ভিডিও বার্তা দিয়ে সরব ছিলেন অনেকে। কলকাতা থেকে ভিডিও বার্তায় নচিকেতা শুভকামনা জানিয়ে বলেন, ‘আজ একটি নতুন সিনেমা নিয়ে কথা বলব। সিনেমাটির নাম “রাত জাগা ফুল”। এটি পরিচালনা করছেন মীর সাব্বির। তিনি একজন প্রথিতযশা অভিনেতা এবং আমার বরিশালের। তাঁর সিনেমাটিতে ৩০ বছর পর র্যাপ গান করেছি। সিনেমার গানটি আপনাদের ভালো লাগবে। আশা করছি সিনেমাটি সফল হবে।’
সংবাদ সম্মেলনে জান্নাতুল ফেরদৌস ঐশী, নরেশ ভূঁইয়া, আহসানুল হক মিনু, রাশেদ মামুন অপুসহ অনেকেই উপস্থিত ছিলেন। সিনেমার প্রধান চরিত্রের অভিনেত্রী ঐশী বলেন, ‘মজার গল্প এবং উপস্থাপনায় ভিন্ন ঘরানার সিনেমা “রাত জাগা ফুল” দর্শকদের ভালো লাগবে। ভিন্ন এক ঐশীকে দর্শক দেখবেন। দর্শকদের এটুকু বলব, এটা আমাদের গল্প, আমাদের ছবি। আপনারা সবাই হলে এসে সিনেমাটি দেখুন।’
অভিনেতা হিসেবে অনেক আগেই নিজেকে প্রমাণ করেছেন মীর সাব্বির। এবার প্রথম সিনেমায় নিজেকে প্রমাণ করার পালা। মাসজুড়েই ভিন্ন ধরনের প্রচারণায় সরব তিনি। কখনো ব্যতিক্রম মেকআপে রাস্তার দর্শকদের চমকে দিচ্ছেন, কখনো রাতজাগা শ্রমজীবী মানুষদের সঙ্গে সিনেমার প্রচারণার ব্যতিক্রমী ফ্ল্যাশমব তৈরি করছেন। সিনেমাটির পোস্টার, ট্রেলার, গানও ছিল আলোচনায়। তিনি বলেন, ‘আমি কখনোই কথায় নয়, কাজে বিশ্বাসী। দেশের দর্শকদের ওপর এতটুকু আস্থা আছে, ভালো সিনেমা হলে আবার দর্শক হলে ফিরবেন। আমরা চেষ্টা করছি, সিনেমাটি দর্শক পছন্দ করবেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষে আমাদের বিশেষ এই উপহার আপনারা হলে গিয়ে দেখুন। আমাদের সিনেমার সঙ্গে থাকুন।’
রাত পোহালেই দেশের ২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অনুদানের ‘রাত জাগা ফুল’। সিনেমায় বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, ডা. এজাজুল ইসলাম, নাজনীন চুমকী, রাশেদ মামুন অপু, জয়রাজ, আবু হোরায়রা তানভীর প্রমুখ। এ ছাড়া ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান সাদিয়া ইসলাম মৌ, জয়া আহসান, চঞ্চল চৌধুরীসহ আরও অনেকে।