সহশিল্পীদের জন্য গরু আনলেন পরীমনি!

চলচ্চিত্রের অসচ্ছল আর দুস্থ শিল্পীদের জন্য এ বছর চারটি গুরু কোরবানি দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি
চলচ্চিত্রের অসচ্ছল আর দুস্থ শিল্পীদের জন্য এ বছর চারটি গুরু কোরবানি দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি

চিত্রনায়িকা পরীমনি গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাট থেকে গরু কিনে আনার কয়েকটি ছবি পোস্ট করেছেন। ট্রাকের ওপর গরুর সঙ্গে দাঁড়িয়ে ছবিগুলো তুলেছেন তিনি। এরপর আজ সোমবার সকালে তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চলচ্চিত্রের সহশিল্পীদের জন্য তিনি চারটি গরু কিনেছেন। গতকাল রাতে রাজধানীর কমলাপুর হাট থেকে গরুগুলো কেনা হয়েছে। আজ সোমবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) অভ্যন্তরে গরুগুলো কোরবানি দেওয়া হয়। এরপর তা বিলিয়ে দেওয়া হবে চলচ্চিত্রের অসচ্ছল আর দুস্থ শিল্পীদের মধ্যে।

চলচ্চিত্রের বিভিন্ন স্তরের শিল্পীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ২০১৬ সালে ঈদুল আজহায় পশু কোরবানি দিয়ে শিল্পীদের মধ্যে মাংস বিতরণ করে আলোচনায় আসেন চিত্রনায়িকা পরীমনি। এরপর গত দুই বছরও তিনি পশু কোরবানি দিয়েছেন। গত বছর চলচ্চিত্রের অসচ্ছল আর দুস্থ শিল্পীদের জন্য তিনি তিনটি গরু কোরবানি দেন।

হাট থেকে গরু কিনে আনার এই ছবি ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়িকা পরীমনি

জানা গেছে, আজ দুপুরে অসচ্ছল আর দুস্থ শিল্পীদের মধ্যে কোরবানির পশুর মাংস দেওয়ার সময় উপস্থিত থাকবেন পরীমনি।

এ বছর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে চলচ্চিত্রের অসচ্ছল আর দুস্থ শিল্পীদের জন্য আরও পাঁচটি গরু কোরবানি দেওয়া হয়েছে।