প্রায় সাড়ে তিন মাস পর মা হওয়ার খবর দিলেন ঢালিউড অভিনেত্রী জলি। তাঁর মেয়ের নাম সেহেমাত রহমান। গল্পচ্ছলে শুক্রবার বিকেলে প্রথম আলোকে মেয়ের জন্মের খবর দেন তিনি।
গত ১৭ জুলাই উত্তরার একটি হাসপাতালে জন্ম নেয় জলির মেয়ে। পরিবার ও আত্মীয়স্বজন ছাড়া খবরটি জানতেন না বিনোদন অঙ্গনের সহকর্মীরা। জলি বলেন, ‘সাড়ে তিন মাস হলো মেয়ের মা হয়েছি। কাউকে জানাইনি। এখন মনে হলো জানানো দরকার।’
অজ্ঞাত কারণে নিজেদের প্রেম, বিয়ে, বিচ্ছেদ বা সন্তান জন্ম নেওয়ার খবর গোপন রাখতে চান ঢালিউডের অভিনয়শিল্পীরা। কী সেই কারণ? এ ব্যাপারে জানতে চাইলে জলি বলেন, ‘তেমন কোনো কারণ নেই। সিনেমার নায়িকা হলে কি সন্তান জন্মের খবর জানানো যাবে না? সন্তান নিয়ে বিনোদন দুনিয়ার কত নায়ক ও নায়িকা অভিনয় করে যাচ্ছেন। তাঁদের ভক্ত–অনুরাগী কি কমে গেছে? কমেনি। ভালো কাজ, কাজের প্রতি আন্তরিকতা থাকলে বিয়ে, সন্তান, প্রেম কোনো বিষয় না।’ তাহলে সন্তান জন্মের খবর এত দিন গোপন রেখেছেন কেন? এ প্রশ্নে জলি বলেন, ‘সত্যি বলতে জানালে হয়তো ছবিও প্রকাশ করতে হতো। একেবারে ছোট একটি শিশুর ছবি প্রকাশ করতে চাইনি। ভেবেছিলাম, সে একটু বড় হলে সবাইকে জানাব, এখন সেটাই করছি।’
সন্তান এখন কেমন আছে? জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘খুব ভালো। যত বড় হচ্ছে, মনে হয় যেন জোর করে সবার সঙ্গে কথা বলতে চায়। একলা একলা হাসে, খেলে। আমাদের ঘরটি ভরিয়ে রেখেছে।’ মা হওয়ার আনন্দে আত্মহারা জলি বলেন, ‘প্রত্যেক মেয়েই মা হওয়ার স্বপ্ন দেখে। আমি এই পৃথিবীতে সন্তান জন্ম দিতে পেরেছি, এর চেয়ে আনন্দের আর কিছু নেই আমার কাছে। সত্যি আমি গর্বিত। নিজের কাছে খুব ভালো লাগে। মা হওয়ার পর নিজের মধ্যে চঞ্চলতাও কমে গেছে। পরিবারের প্রতি ভালোবাসা বেড়েছে।’
গত প্রায় দেড় বছর তেমন কোনো খবর নেই জলির। বলা চলে অনেকটাই আড়ালে ছিলেন তিনি। অনেকেই ধারণা করেছিলেন, বিয়ের পর হয়তো মিডিয়া থেকে দূরে সরে যাওয়ার প্রস্তুতি এটি। কিন্তু জলি জানালেন অন্য কাহিনি। তিনি বলেন, ‘ডেঞ্জার জোন’ ছবির শুটিং শেষ করেই আমি কিছুটা আড়ালে চলে যাই। ওই সময়ই বাচ্চার আগমনবার্তা পাই। তাই সব কাজ বাদ দিয়ে মিডিয়ার কাউকে বুঝতে না দিয়ে সরে আসি। নিজে সুস্থ থেকে এই সময়টা সন্তানের জন্য অপেক্ষা করছিলাম। এ কারণে মিডিয়া থেকে বিচ্ছিন্ন ছিলাম।’
জলি অভিনীত প্রথম ছবি ‘অঙ্গার’। এতে জলির বিপরীতে অভিনয় করেছিলেন কলকাতার ওম। এরপর আরিফিন শুভর সঙ্গে ‘নিয়তি’ ও শাহরিয়াজের সঙ্গে ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবি দুটি মুক্তি পায়। সম্প্রতি কাজ শেষ করা তাঁর ‘ডেঞ্জার জোন’ ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়। ‘অফিসার রিটার্নস’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আছেন। নতুন করে শুটিংয়ে ফেরার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেননি। ২০১৯ সালের মে মাসে ব্যবসায়ী আরাফাত রহমানকে বিয়ে করেন জলি। তিনি বলেন, ‘মেয়েকে সময় দেওয়ার জন্য আরও বছরখানেক সময় নিতে পারি। তা ছাড়া আমার ‘ডেঞ্জার জোন’ ছবিটি শিগগিরই মুক্তি পাবে। দর্শকের আগ্রহের ওপর নির্ভর করছে আমার ফেরা না ফেরা।’