এবার মুক্তিযুদ্ধের একজন বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে চিত্রনায়িকা শিরিন শিলাকে। ছবির নাম ‘বীরাঙ্গনা ৭১’। পরিচালনা করছেন এম সাখাওয়াত হোসেন। ২৩ জানুয়ারি থেকে পুবাইলের লোকেশনে শুটিং শুরু হয়েছে ছবিটির।
মুক্তিযুদ্ধের ছবি ও বীরাঙ্গনা চরিত্রে অভিনয় এবারই প্রথম শিলার। চরিত্রের নাম জয়বুন। ছবিতে ১৬ থেকে ৫০ বছর—এই দুই রূপে অভিনয় করতে হচ্ছে শিলাকে। তাই কাজটি তাঁর কাছে অনেকটা চ্যালেঞ্জের।
শিলা বলেন, ‘মুক্তিযুদ্ধের ছবিতে বীরাঙ্গনা চরিত্র দেখেছি। এটি একটি বিশেষ চরিত্র। ১৯৭১ সালের জীবনযাপন থেকে বর্তমান সময়কে ধরে একজন মানুষেরই দুটি চরিত্র সঠিকভাবে ফুটিয়ে তোলা কম কঠিন নয়। তাই অনুশীলন করে খুবই সতর্কতার সঙ্গে দৃশ্য করছি।’
ছবিতে শিলার বাবার চরিত্র করছেন ফজলুর রহমান বাবু, মা করছেন মুনমুন আহমেদ। প্রথমবার বাবুকে সহশিল্পী হিসেবে পেয়ে উচ্ছ্বসিত শিলা। তিনি বলেন, ‘শুটিংয়ের দিনগুলোতে সত্যি সত্যি বাবা মনে হচ্ছে বাবু ভাইকে। এত হেল্পফুল, এত আন্তরিক একজন মানুষ তিনি। শুটিং সেটে সব সময় ‘আমার মেয়ে কোথায়, আমার মা কোথায়’ বলে যখন ডাকেন, মন ভরে যায়। আর কী সুন্দর তিনি অভিনয় করেন।’ ছবিতে শিলার বিপরীতে অভিনয় করছেন শাহেদ শরিফ খান।