শাকিবের পুরস্কার বুবলীর হাতে

সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পীর পুরস্কার নিচ্ছেন শবনম বুবলী
ছবি : সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন ক্ষেত্রে অবদান ও শ্রেষ্ঠত্বের জন্য প্রদান করা হলো ‘সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০’। ‘বসগিরি’ সিনেমার জন্য শ্রেষ্ঠ নায়কের পুরস্কার পেয়েছেন চিত্রনায়ক শাকিব খান। একই সিনেমার জন্য শ্রেষ্ঠ চিত্রনায়িকার পুরস্কার উঠেছে বুবলীর হাতে। ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় চ্যানেল আই প্রাঙ্গণে আলো ঝলমলে মঞ্চে তথ্য, যোগাযোগ ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সাংসদ জুনায়েদ আহমেদ অভিনেত্রী বুবলীর হাতে পুরস্কার দুটি তুলে দেন। অনুষ্ঠানে জানানো হয়, ব্যক্তিগত ব্যস্ততার কারণে শাকিব খান অনুষ্ঠানে আসতে পারেননি। তাই তাঁর পক্ষ থেকে সহশিল্পী বুবলী পুরস্কারটি গ্রহণ করেন।

২০২০ সালে ডিজিটালি মুক্তি পাওয়া (ওটিটি, ইউটিউব) চলচ্চিত্র, নাটক, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিওর ওপর ভিত্তি করে সম্মাননা ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির আয়োজন করে চ্যানেল আই কর্তৃপক্ষ। যেখানে জুরিবোর্ডের রায়ে নির্বাচিত হয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্র, নাটক, পরিচালক, অভিনেতা ও অভিনেত্রী।

নাটকে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার নিচ্ছেন রওনক হাসান

২টি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডসহ মোট ২৩টি ক্যাটাগারিতে দেওয়া হয়েছে ‘সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০’। অন্যান্য ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন—


শ্রেষ্ঠ নাট্যকার: আশরাফুজ্জামান (হ্যামলেটের ফিরে আসা)
শ্রেষ্ঠ নাট্য পরিচালক: সঞ্জয় সমদ্দার (শিফট)
শ্রেষ্ঠ নাট্যাভিনেতা: রওনক হাসান (হ্যামলেটের ফিরে আসা)
শ্রেষ্ঠ নাট্যাভিনেত্রী: নুশরাত ইমরোজ তিশা (গার্লস মার্কেট)
শ্রেষ্ঠ ওয়েব সিরিজ: তাকদীর
শ্রেষ্ঠ ওয়েব সিরিজ পরিচালক: সৈয়দ আহমেদ শাওকী (তাকদীর)
শ্রেষ্ঠ ওয়েব সিরিজ অভিনেতা: চঞ্চল চৌধুরী (তাকদীর)
শ্রেষ্ঠ ওয়েব সিরিজ অভিনেত্রী: তাসনুভা তিশা (আগস্ট ১৪)
শ্রেষ্ঠ মিউজিক ভিডিও: আমারে দিয়া দিলাম তোমারে

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন শাইখ সিরাজ। সেখানে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই আয়োজনের বিস্তারিত তুলে ধরেন চ্যানেল আইয়ের এই পরিচালক ও বার্তাপ্রধান। এ ছাড়া চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের পরিচালক মুকিত মজুমদার বাবুও বক্তব্য দেন। অ্যাওয়ার্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা তুলে ধরেন সেইফকিপারের ব্যবস্থাপনা পরিচালক সোহেল ইবনে সাত্তার।