‘রেনুকা’ থেকে ‘লাবণ্য’, ছবিতে চিনে নিন বহুমাত্রিক এক অভিনেত্রীকে

‘ব্যাচেলর’ দিয়ে শুরু। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর সেই সিনেমার পর পেরিয়ে গেছে প্রায় দুই দশক। তবে বাংলা চলচ্চিত্রে তাঁকে নতুনভাবে আবিষ্কার করা হয় ২০১৩ সালে। ভারতের পশ্চিমবঙ্গের সিনেমা ‘আবর্ত’ দিয়ে। অরিন্দম শীলের সেই সিনেমার পর গত ৯ বছরে তিনি হয়ে উঠেছেন টালিগঞ্জের অন্যতম প্রধান অভিনেত্রী। কাজ করেছেন ওপার বাংলার প্রথম সারির সব পরিচালকের সিনেমাতেই। বাংলাদেশ তো বটেই জিতেছেন কলকাতার অনেক সম্মানজনক পুরস্কারও। সেই অভিনেত্রী জয়া আহসান। আজ ১ জুলাই তাঁর জন্মদিন। ছবিতে দেখে নেওয়া যাক বড় পর্দায় তাঁর করা উল্লেখযোগ্য চরিত্রগুলো।
‘ব্যাচেলর’-এ তাঁর অভিনয়কে অতিথি চরিত্রই বলা যায়। সেই হিসেবে বলা যায়, পূর্ণমাত্রায় অভিনেত্রী জয়া আহসানকে প্রথম পাওয়া যায় ২০১০ সালে মুক্তি পাওয়া নুরুল আলম আতিকের ‘ডুবসাঁতার’ ছবিতে। একজন সমাজকর্মী ও মাদকাসক্ত তরুণের জটিল সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ছবিতে রেনুকা রহমানের চরিত্রে অসাধারণ অভিনয় করেন জয়া। ছবিতে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসা পায়। তবে দুর্ভাগ্যজনকভাবে ছবিটি বড় পর্দায় মুক্তি পায়নি, দেখানো হয় টেলিভিশনে
ছবি: সংগৃহীত
২০১১ সালে মুক্তি পাওয়া নাসিরউদ্দিন ইউসুফের ‘গেরিলা’র প্রধান চরিত্রে অভিনয় করেন জয়া। বিলকিস বানু চরিত্রটির রয়েছে বেশ কয়েকটি স্তর। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান জয়া
‘আবর্ত’ দিয়ে বলা যায় ক্যারিয়ারের ‘দ্বিতীয় ইনিংস’ শুরু করেন জয়া। অরিন্দম শীলের ছবিটিতে চারু সেন চরিত্রে অভিনয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের সিনেমায় অভিষেক হয় বাংলাদেশি অভিনেত্রীর। কলকাতার দুই অভিনেতা টোটা রায় চৌধুরী ও আবীর চ্যাটার্জির সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেন। ‘নতুন অভিনেত্রী’র প্রশংসায় পঞ্চমুখ হয় কলকাতার গণমাধ্যমগুলো
দেশের অন্যতম প্রধান তারকা শাকিব খানের সঙ্গে পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমা ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’তে অভিনয় করেন জয়া। ব্যবসাসফল এ ছবিতে জারা চরিত্রে অভিনয় করে মেরিল–প্রথম আলো পুরস্কারে সেরা অভিনেত্রী হন জয়া
২০১৭ সালে মুক্তি পাওয়া কৌশিক গাঙ্গুলির ‘বিসর্জন’-এ অভিনয় করেন জয়া। বিধবা পদ্মার চরিত্রে তাঁর অভিনয় ভূয়সী প্রশংসিত হয়। ছবিটি ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা সিনেমা হয়। এই সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে জয়া পান জি সিনে অ্যাওয়ার্ডস, ফিল্মফেয়ার ইস্টসহ বেশ কয়েকটি পুরস্কার
হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে জয়ার প্রথম প্রযোজিত ছবি ‘দেবী’। ২০১৮ সালে মুক্তি পাওয়া ছবিটিতে তাঁকে দেখা যায় রানু চরিত্রে। ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল–প্রথম আলো পুরস্কারে সেরা অভিনেত্রী হন জয়া
প্রথমবারের মতো কলকাতার আলোচিত নির্মাতা জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের সিনেমায়ও দেখা যায় তাঁকে। ‘কণ্ঠ’ ছবিতে রোমিলা চরিত্রে স্পিচ থেরাপিস্ট হিসেবে দুর্দান্ত অভিনয় করেন
আহমেদ ছফার একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘অলাতচক্র’ মুক্তি পায় গত বছর। সিনেমায় ক্যানসার আক্রান্ত তরুণী তাবেয়ার চরিত্রে অভিনয় করে মেরিল–প্রথম আলো পুরস্কারে সেরা অভিনেত্রী হন জয়া
কবি জীবনানন্দ দাশের জীবন নিয়ে নির্মিত সিনেমা ‘ঝরা পালক’ গত মাসেই পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে। ছবিতে কবিপত্নী লাবণ্যপ্রভা দাশের চরিত্রে অভিনয় করে জয়া অর্জন করেন কবি জয় গোস্বামী, শিল্পী যোগেন চৌধুরীর প্রশংসা।