‘স্ফুলিঙ্গ’ ছবির দৃশ্যে পরীমনি ও শ্যামল মওলা
‘স্ফুলিঙ্গ’ ছবির দৃশ্যে পরীমনি ও শ্যামল মওলা

যমজ প্রদর্শনী, ‘স্ফুলিঙ্গ’ উদ্‌যাপন

দলবল নিয়ে হুড়মুড় করে প্রেক্ষাগৃহে ঢুকলেন তৌকীর আহমেদ। পেছনের দলটা এত দিন ছিল ক্যামেরার সামনে, পেছনে পরিচালক তৌকীর। আজ তিনি সামনে, বাকিরা পেছনে। দীর্ঘদিন তিনি ছিলেন অভিনেতা। আজ (বুধবার) মনে হলো তিনি নেতা। নেতার মতো করে বললেন, ‘ছবিটি আমি একা বানাইনি। ছবি একা বানানো যায় না। দল বেঁধে কাজ করে ছবি বানাতে হয়। প্রোডাকশন বয় থেকে মিউজিক ডিরেক্টর, সবার প্রতি আমি কৃতজ্ঞ।’

গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীতে ছিল তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ ছবির উদ্বোধনী প্রদর্শনী। পান্থপথের স্টার সিনেপ্লেক্সের দুটি প্রেক্ষাগৃহে ‘যমজ’ প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হলো ছবিটি। শুক্রবার ২৬ মার্চ দেশের ৩৫টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হবে ‘প্রেম অথবা দেশপ্রেম’ অথবা মুক্তিযুদ্ধের ছবি ‘স্ফুলিঙ্গ’। ছবিতে অভিনয় করেছেন শ্যামল মওলা, জাকিয়া বারী মম, পরীমনি, রওনক হাসান, আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু, হাসনাত রিপন, পিন্টু ঘোষ প্রমুখ। ঢালিউড এমনিতেই ধুঁকছিল। করোনা যেন খুলে নিতে বসেছিল তার অক্সিজেনের নল। এই সময়ে সর্বোচ্চসংখ্যাক প্রেক্ষাগৃহে মুক্তি পেল নতুন সিনেমা, তৌকীর আহমেদের ষষ্ঠ ছবি ‘স্ফুলিঙ্গ’।

‘স্ফুলিঙ্গ’ ছবির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজনে শ্যামল মওলা, তৌকীর আহমেদ ও জাকিয়া বারী মম

তরুণদের একটি গানের দল নিয়ে ছবির গল্প। মুক্তিযুদ্ধের চেতনা ব্যাপারটি কী? এ প্রশ্নের জবাব দিতে বললে যে তরুণেরা থমকে যাবেন, এ ছবি তাঁদের জন্য। ‘স্ফুলিঙ্গ’কে কিছুটা মিউজিক্যাল ফিল্ম বললেও ভুল হবে না। মুক্তিযুদ্ধের চেতনা বিষয়টিকে জটিল ভেবে যাঁরা পাশ কাটিয়ে যেতে চান, পরিচালক এ ছবিতে তাঁদের জন্য প্রয়োগ করেছেন ‘রসগোল্লায় বড়ি’ পদ্ধতি। ‘স্ফুলিঙ্গ’ ছবির চমৎকার দুটি গান ইতিমধ্যে তরুণদের প্রীতি কুড়িয়েছে। অপেক্ষা এখন পূর্ণাঙ্গ সিনেমাটি দেখার। উদ্বোধনী প্রদর্শনীতে এসে পরিচালক তৌকীর বললেন, ‘ছবিটি দেখে ভালো লাগলে সবাইকে দেখতে বলবেন। যদি ভালো না লাগে, সবাইকে বলবেন না দেখার জন্য। খারাপ জিনিস দেখার দরকার নাই, খারাপ জিনিস রুচি নষ্ট করে।’

প্রদর্শনী শুরু হওয়ার আগে বক্তব্য দেন পরিচালক তৌকীর আহমেদ

উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ‘স্ফুলিঙ্গ’ ছবির অভিনেতা ও শিল্পনির্দেশক হাসনাত রিপন, কস্টিউম ডিজাইনার অনিক চৌধুরী, অভিনেতা রওনক হাসান, শ্যামল মওলা, মম, লোচন পলাশ, পরিবেশক জাহিদ হোসেন অভি প্রমুখ। বিনোদন অঙ্গনের সুধীজনদের অনেকেই এসেছিলেন ছবিটি দেখতে। বিরতিতে যথারীতি পপকর্ন আর সেলফি তুলে ‘স্ফুলিঙ্গ’ উদ্‌যাপনও করেছেন সবাই। আসতে পারবেন না বলে ভারতের কলকাতা থেকে সকাল সকাল ফেসবুকে জানিয়ে দিয়েছিলেন অভিনয়শিল্পী পরীমনি। প্রধান চরিত্রের আরেক অভিনয়শিল্পী মম জানালেন ছবিটিতে অভিনয় করে নিজের তৃপ্তির কথা। পরিচালক তৌকীরকে এ ছবির জন্য দশে কত দেবেন জানতে চাইলে তিনি দেন আট। তবে নিজেকে কোনো নম্বরই দিলেন না। বরং বললেন, ‘আমাকে নম্বর দেবে দর্শক।’