পুরোনো বছর শেষ। শুরু হলো ২০২২ সাল। পুরোনো বছরের সফলতা ও ব্যর্থতার হিসাব-নিকাশ শেষে তারকারা বরণ করে নিচ্ছেন নতুন বছরকে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেল এর ঝলক।
বিনোদন ডেস্ক
শাকিব খান একটি ভিডিও বার্তায় নতুন বছরের শুভকামনা জানিয়েছেন ভক্তদের। তিনি বলেন, ‘স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে আমরা পা রেখেছি নতুন একটি বছরে। নতুন স্বপ্ন নিয়ে, অসীম সম্ভাবনার হাতছানিতে। নতুন বছরে আমরা চাই মহামারিমুক্ত সুস্থ একটি দেশ, যেখানে প্রতিদিন রচিত হবে এগিয়ে যাওয়ার নতুন নতুন গল্প। সেই প্রত্যাশা নিয়ে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’
বিজ্ঞাপন
আজ বছরের শেষ দিনেও মা-বাবার মুখের এই হাসি দেখার সৌভাগ্য কজন সন্তানের হয়েছে জানি না। আমি সেই ভাগ্যবান...মা-বাবার বয়স যেমন বাড়ছে, নানা শারীরিক সমস্যাও বাড়ছে পাল্লা দিয়ে...শান্তি একটাই...অনেক চেষ্টা করে, আমরা সবাই এখনো তাঁদের হাসিমুখখানা দেখতে পাই। সামনের বছরেও যেন এই বটবৃক্ষের ছায়াতলে থাকতে পারি...সবার মঙ্গল হোক...। শুভ হোক নতুন বছর ২০২২। ফেসবুকে তারকা চঞ্চল চৌধুরী
বিজ্ঞাপন
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ফেসবুকে এ ছবি দিয়ে লিখেছেন ‘হ্যাপি নিউ ইয়ার’ ২০২১ সালের অলস সময়, অক্লান্ত শুটিং, লকডাউন, আনন্দাশ্রু, বেদনার জল আর অনেক অনেক আবেগপ্রবণ ঘটনা...২০২২ সালে এখন পুরো মনোযোগ। ফেসবুকে টেলিভিশন অভিনেত্রী মেহ্জাবীন চৌধুরীনুসরাত ফারিয়া তাঁর ফেসবুকে ভিডিও বার্তায় ভক্তদের বলেন, ‘সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। আমি দোয়া করি, ২০২২ সাল আপনাদের জীবনে অনেক সমৃদ্ধি নিয়ে আসুক। নতুন সুযোগের দরজা খুলে দিক।’এই ছবি দিয়ে নায়িকা বুবলী লিখেছেন, ‘টু জিরো টু টু’ ২০২২নিউ ইয়ার উদ্যাপনের এই ছবি দিয়ে অভিনেত্রী অপর্ণা ঘোষ লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার ২০২২’যেভাবেই কাটুক বছরটি, কৃতজ্ঞ থাক, কারণ এই সময় তোমাকে বেড়ে উঠতে সাহায্য করেছে। ২০২২ সালের জন্য উন্মুখ হয়ে আছি। ফেসবুকে লিখেছেন সাফা কবির