গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবি করতে গিয়ে দুজনের পরিচয়। তারপর প্রেম। এরপর বিয়ে গত বছরের ১৭ অক্টোবর। সম্প্রতি পরীমনি জানান, তিনি মা হতে চলেছেন। সে সময় প্রথম আলোকে দেওয়ার এক সাক্ষাৎকারে পরী জানান, তিনি ও রাজ তাঁদের সম্পর্কের কথা প্রথমে দুই পরিবারকেই জানিয়েছিলেন। এরপর পারিবারিকভাবে রাজের আফতাবনগরের বাসায় বিয়ে হয় তাঁদের। পরীমনি জানিয়েছিলেন, তিনি ঘটা করে আবার বিয়ের অনুষ্ঠান করবেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁর গায়েহলুদের অনুষ্ঠান হয়। সে আসরের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। চলুন দেখি সেসব ছবি।