পঞ্চাশোর্ধ্ব ধনী জয়

কয়েক বছর ধরে অভিনয়ে নেই শাহরিয়ার নাজিম জয়। এই সময় তিনি উপস্থাপনায় মনোযোগী ছিলেন। উপস্থাপনায় দ্রুত সফলতাও পেয়েছেন। উপস্থাপনায় ব্যস্ত হয়ে পড়ায় নাটক ও চলচ্চিত্রে আর অভিনয় করেননি।

সাত বছর পর আবারও অভিনয়ের জন্য খবরে এলেন শাহরিয়ার নাজিম জয়
ছবি : সংগৃহীত

প্রস্তাব পাওয়া সত্ত্বেও মনের মতো গল্প না পাওয়াতে রাজি হননি বলে জানান তিনি। সাত বছর পর আবারও অভিনয়ের জন্য খবরে এলেন জয়। অরণ্য আনোয়ারের একটি ওয়েব ফিল্মের শুটিং গতকাল মঙ্গলবার থেকে শুরু করেছেন তিনি।

সুনামগঞ্জে ‘বিয়ন্ড দ্য বর্ডার’ নামের এই ওয়েব ফিল্মের শুটিংয়ের জন্য বুধবারও তাঁকে সেখানে থাকতে হবে বলে জানালেন জয়। উপস্থাপক ও অভিনেতা জয় সর্বশেষ অভিনয় করেছিলেন ‘প্রার্থনা’ নামের একটি চলচ্চিত্রে। নতুন চলচ্চিত্রে পঞ্চাশোর্ধ্ব ধনীর চরিত্রে অভিনয় করছেন জয়।

অরণ্য আনোয়ারের (বাঁয়ে) ওয়েব ফিল্ম ‘বিয়ন্ড দ্য বর্ডার’ এর শুটিং গতকাল মঙ্গলবার থেকে শুরু করেছেন জয়
ছবি : সংগৃহীত

এত বছর পর চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে জয় বলেন, ‘অসাধারণ একটি গল্প, যেমনটার জন্য এত দিন আমি অপেক্ষা করেছিলাম। ভাবলাম এত সুন্দর গল্পের একটি চলচ্চিত্রের জন্য সব ধরনের ব্যস্ততা থেকেও সময় বের করা যায়। তাই উপস্থাপনার ব্যস্ততা থেকে দুই দিনের জন্য সময় বের করলাম। প্রথম দিনের শুটিং করে আমি নিজেও তৃপ্ত। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, অরণ্য আনোয়ারের সঙ্গে কাজ করে ভালোও লাগছে।’

শাহরিয়ার নাজিম জয় একসময়ে ছিলেন মূলত অভিনেতা। টেলিভিশন নাটকে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি। শাবনূরের সঙ্গে তাঁর অভিনয় প্রশংসিতও হয়।

পঞ্চাশোর্ধ্ব একজন ধনীর চরিত্রে অভিনয় করছেন জয়

এ প্রসঙ্গে জয় বলেন, ‘আমার অভিনয়ের সময়টায় তো একটু সস্তা মানের, সংখ্যায় বেশি নাটক ও প্রতিদিন ব্যস্ত থাকার প্রবণতা ছিল। আফজাল ভাই, সুবর্ণা আপা ও তৌকীর ভাইদের একটা সময় গেছে; তাঁরা নাটকের পাশাপাশি অন্য কিছু করে জীবিকা নির্বাহ করতেন। তাই নাটকটা ভালো ভালোই করতেন। আমাদের সময়ে ফুল টাইম ঢুকেই গেলাম প্যাকেজ অভিনেতা হিসেবে। সংখ্যা বেড়ে গেল, টাকা কামাতে হবে, মান কমে গেল। অসংখ্য চ্যানেল হয়ে গেল। আমরাও টাকা চিনে গেলাম, মানের প্রতি আপস করলাম—এ প্রবণতায় ভালো নাটক ভাগ্যে মেলা বড় কঠিন হয়ে গেল। তবে চিত্রটা এখন সম্পূর্ণ বদলে গেছে। অদ্ভুত কিছু ভালো নাটক হচ্ছে। সিনেমায়ও একটা সুবাতাস বইছে। আমার নতুন চলচ্চিত্রের গল্পটাও সে রকম। তাই তো শত ব্যস্ততার মাঝেও সময় বের করেছি।’

শাহরিয়ার নাজিম জয়

পরিচালক অরণ্য আনোয়ার জানান, ‘এই ওয়েব ফিল্মে তিনজন কিশোর ও একজন কিশোরী রয়েছেন। তাঁরা একেবারে নতুন। সঙ্গে পঞ্চাশোর্ধ্ব একজন ধনীর চরিত্রে অভিনয় করছেন জয়। এই চরিত্রের জন্য তাঁকে নতুন লুক দিয়েছি। গতানুগতিক ধাঁচের বাইরে অন্য রকমভাবে গল্প বলার চেষ্টা করছি।’