নিপুণকে এক নম্বর আসামি করব: জায়েদ খান

জায়েদ খানের কাছে ১৩ ভোটে হেরে গেছেন নিপুণ
জায়েদ খানের কাছে ১৩ ভোটে হেরে গেছেন নিপুণ

২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হেরে গেছেন নিপুণ। তবে এই ফল মেনে নিচ্ছেন না নিপুণ ও তাঁর প্যানেলের কেউ। তাঁদের অভিযোগ, নানাভাবে নির্বাচনকে প্রভাবিত করেছেন জায়েদ খান৷ শিল্পীদের টাকা দিয়ে ভোট কেনার ভিডিওসহ নির্বাচন প্রভাবিত করার কিছু স্ক্রিনশট ফাঁস করে রোববার সংবাদ সম্মেলন করেন নিপুণরা।
তার পরিপ্রেক্ষিতে আজ সোমবার রাতে বিএফডিসিতে পাল্টা সংবাদ সম্মেলন ডাকেন জায়েদ খান। বিএফডিসির বাগানে সংবাদ সম্মেলনে জায়েদ খান জানান, রোববার যাঁরা তাঁর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন, তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে। তিনি বলেন, ‘নিপুণকে এক নম্বর আসামি করব।’

জায়েদ খান বলেন, ‘ওই সংবাদ সম্মেলনে কিছু ফেক স্ক্রিনশট প্রকাশ করে আমার মান-সম্মান নষ্ট করেছেন আমার প্রতিপক্ষ সহকর্মীরা। এই সব স্ক্রিনশট কিছু অ্যাপ দিয়ে তৈরি করা যায়। সাইবার সিকিউরিটি অফিসে লিখিত আকারে ফাঁস করা স্ক্রিনশটগুলো দিয়েছিলাম। পরীক্ষা-নিরীক্ষা করে স্ক্রিনশটগুলো ফেক বলেছেন সেখানকার বিশেষজ্ঞরা।’

সংবাদ সম্মেলনে জায়েদ খান জানান, রোববার যাঁরা তাঁর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন, তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই সব মিথ্যা জিনিস পাবলিকলি প্রকাশ করে আমাকে সারা দেশের মানুষের কাছে ভোট চোর, ভিলেন ও খারাপ মানুষ হিসেবে তুলে ধরা হয়েছে। এগুলো তথ্যসন্ত্রাস। সহ্য করার মতো নয়। তাই নিপুণকে এক নম্বর আসামি করে মামলা করব।’ এ সময় তিনি বলেন, ‘ওই সংবাদ সম্মেলনের ভিডিও দেখে দেখে নিপুণের সঙ্গে যাঁরা ছিলেন, তাঁদেরও আইনের আওতায় আনতে চাই।

সভাপতি পদে জয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে জায়েদ খান।

আইনজীবীর সঙ্গে আলাপ-আলোচনা চলছে। আজ রাতে বা কাল থানায় মামলা করব।’ সংবাদ সম্মেলনে একটি পর্যায়ে অনেকটাই আবেগপ্রবণ হয়ে পড়েন জায়েদ খান। কান্নাজড়িত কণ্ঠে শিল্পী সমিতির এই নেতা বলেন, ‘করোনাকালে বিগত দুটি বছর শিল্পীদের জন্য কী না করেছি আমি। শিল্পীদের জন্য ভালো কাজ করেও আমি আজ দোষী। দেশবাসীর সামনে আমাকে আজ অপমান-অপদস্থ করা হচ্ছে। ভালো কাজ করেছি বলে আমার শত্রু বেড়েছে।’

এফডিসিতে অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির ভোট ঘিরে ছিল চাপা উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ

গত শুক্রবার দিনব্যাপী এফডিসিতে অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির ভোট ঘিরে ছিল চাপা উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ; ছিল উৎসব-উৎকণ্ঠাও। শেষ পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দরভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। শনিবার ভোর পাঁচটার পর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ৪২৮ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৬৫ জন। এতে সভাপতি পদে জয়ী হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তিনি পেয়েছেন ১৯১ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পান ১৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন জায়েদ খান। তাঁর প্রতিদ্বন্দ্বী নিপুণ ১৬৩ ভোট পান।