গত বছরের ৩১ ডিসেম্বর ‘রাতজাগা ফুল’ ও ‘চিরঞ্জীব মুজিব’ নামে দুটি নতুন ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। করোনার সংক্রমণ বাড়তে থাকায় নতুন ছবি মুক্তি বন্ধ হয়ে যায়। প্রায় দেড় মাস পর আজ শুক্রবার দেশের ২৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে নতুন ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ ’। প্রথম দিন কেমন যাচ্ছে ছবিটির, জানতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হয়।
শুক্রবার মধুমিতা হলে মর্নিং শোতে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশে মুক্তি পায় ছবিটি। সকাল সাড়ে ১০টায় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম, ছবির পরিচালক দেবাশীষ বিশ্বাস, ছবির নায়ক বাপ্পী চৌধুরীসহ ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের অনেকে। তাঁরা প্রেক্ষাগৃহে বসে মর্নিং শো উপভোগ করেন। এর আগে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘চলচ্চিত্রে সব মাধ্যমের মানুষ মিলে আমরা এক পরিবার। চলচ্চিত্রের স্বার্থে এভাবে সবার একত্র হওয়ার সময় এসেছে। এভাবে আমরা কাজ করে গেলে সিনেমার দিন ফিরে আসবে।’
চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা ফেসবুকে মুক্তির আগে ছবির প্রচার শুরু করেছেন। নিপুণ, সাইমন সাদিকরা ফেসবুকে ছবির পোস্টার শেয়ার দিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার আহ্বান করেছেন দর্শকদের। শুভকামনা জানিয়েছেন অনেকেই।
এ ব্যাপারে সদ্য নির্বাচিত সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক বলেন, ‘আমি তো ব্যক্তিগতভাবে আগে থেকেই কাজটি করতাম। এবারই শিল্পী সমিতি থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারের কাজটি শুরু করলাম। দর্শকদের ছবিটি দেখার জন্য কাঞ্চন ভাই বিবৃতি দিয়েছেন। আমরা ফেসবুকে পোস্টার পোস্ট করেছি। এতে আমাদের চলচ্চিত্রের কার্যক্রম আরও গতিশীল হবে। শিল্পী, পরিচালক, প্রযোজক, সবার জন্যই বিষয়টি ইতিবাচক।’
এদিকে সকাল থেকেই ঢাকার হলে হলে ঘুরছেন ছবির পরিচালক, নায়কসহ অন্য শিল্পীরা। তবে স্টেজ করতে ভারতে থাকায় এই দলে নায়িকা অপু বিশ্বাস নেই। প্রথম দিনে ছবির সাড়া কেমন, জানতে চাইলে শুক্রবার বিকেলে সনি হল থেকে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘ভালো। ঢাকার মধ্যে আমরা এ পর্যন্ত তিনটি হল ঘুরেছি। এর বাইরে সাভার সেনানিবাস, পুরান ঢাকার নিউ গুলশান ও আনন্দ প্রেক্ষাগৃহের খবর নিয়েছি। এই মন্দার মধ্যেও প্রত্যাশার চেয়ে দর্শকের অংশগ্রহণ ভালো।’
আনন্দ হলের হিসাবরক্ষক মঞ্জুর আহমেদ বলেন, পুরোনো ছবির চাইতে এই ছবির সেল একটু ভালো। তবে স্কুল-কলেজ খোলা থাকলে দর্শক আরও বেশি হতো। ছবির নায়ক বাপ্পী চৌধুরী বলেন, ‘কয়েকটি হলে ঘুরলাম। সনি হলে বসে পুরো ছবিটি দেখব। প্রথম দিন যাঁরা ছবিটি হলে গিয়ে দেখেছেন, তাঁদের কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে। খারাপ বলেননি। শতভাগ বিনোদনমূলক ছবি এটি। একঘেয়েমি লাগবে না।’
এদিকে ছবির পরিচালক দেবাশীষ বিশ্বাস জানিয়েছেন আগামীকাল আন্তর্জাতিক পর্যায়ে মুক্তি পাবে ছবিটি। বলেন, ‘কাল যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসের বোম্বে থিয়েটার হলে মুক্তি পাবে “শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২”। এরপর দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে দেখা যাবে ছবিটি। পরবর্তী সময়ে যুক্তরাজ্যেও মুক্তি দেওয়া হবে। অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যে ছবিটির মুক্তির কথাবার্তা চলছে।’