নতুন পরিচয়ে অমিত হাসান

অভিনয়শিল্পী অমিত হাসান
ছবি: সংগৃহীত

নায়ক হিসেবেই অমিত হাসানের ক্যারিয়ার শুরু হয়েছিল। পরিচিতিও পেয়েছেন নায়ক হিসেবেই বেশি। টানা দুই যুগের বেশি সময় নায়ক চরিত্রে অভিনয় করেছেন। বছর কয়েক আগে নায়কের আগে যুক্ত হয়েছে খল। খল চরিত্রের অভিনেতা হিসেবেও পেয়েছেন সফলতা। এখন তাঁকে খল চরিত্রেই বেশি দেখা যাচ্ছে। এবার আরও নতুন দুই পরিচয়ে আসছেন এই অভিনেতা। পরিচালক ও গীতিকারের খাতায় নাম লিখিয়েছেন তিনি।

নতুন এই পরিচয় সম্পর্কে জানতে চাইলে হাসলেন অমিত হাসান। বললেন, ‘প্রথমবারের মতো নাটক নির্মাণ করছি। শুটিংসহ অন্যান্য কাজের প্রস্তুতি নিচ্ছি। আর আমার এই নাটকের জন্যই প্রথমবারের মতো গান লিখেছি। অনেকে মনে করছেন আমিই গাইব। এটা ভুল। আমি গানে কণ্ঠ দিইনি।

অমিত হাসান

“পরান পাখি রে, খাঁচা খুলে উড়াল দিলি আকাশে” শিরোনামের এই গান গেয়েছেন আলী মোস্তফা।’ তিনি আরও যুক্ত করলেন, ‘আমার ক্যারিয়ারে অনেক নির্মাতার সিনেমায় কাজ করেছি। শত শত গানে ঠোঁট মিলিয়েছি। মনে হয়েছে, দুটি কাজই কঠিন। আশা করছি, দুটি পরিচয়ই দর্শক গ্রহণ করবেন।’

কেন গান লিখলেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি অনেক আগে থেকেই কবিতা লিখি। ৫০ থেকে ৬০টির মতো কবিতা লেখা রয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই গান লিখেছি। আমি একদমই আমার পছন্দমতো সব কাজ করতে চাচ্ছি। আমি যে নাটক নির্মাণ করব, সেটা দিয়েই আমার নির্মাণপ্রক্রিয়া শুরু হবে। এই অভিজ্ঞতা নিয়েই পরে সিনেমা পরিচালনা করব। এ জন্য আস্তে আস্তে কাজগুলোর সঙ্গে পরিচিত হচ্ছি। যে কারণে নিজের পরিচালনায় নিজেই অভিনয়ও করছি।’

অমিত হাসান

বর্তমানে সিনেমা নিয়ে ব্যস্ত অমিত। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘বিদ্রোহী’, ‘বিক্ষোভ’, ‘ওহ মাই লাভ’সহ বেশ কিছু সিনেমা। ‘ইয়েস ম্যাডাম’, ‘সীমানা’, ‘যন্ত্রণা’, ‘মাসুদ রানা’সহ বেশ কিছু সিনেমার শুটিং চলছে।