দ্বিধাদ্বন্দ্ব উপেক্ষা করে টিকা নিলেন সুচন্দা

জানুয়ারিতে ওপেন হার্ট সার্জারি হয় বরেণ্য অভিনয়শিল্পী সুচন্দার। এরপর চিকিৎসকের পরামর্শে তাঁকে দিন কাটাতে হয়। এদিকে এই সময়টায় দেশে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হলেও তিনি দিতে পারেননি। তাঁর অন্য দুই বোন ববিতা ও চম্পা করোনার ভ্যাকসিন গ্রহণ করেন। সুচন্দার দেরি করার কারণ, চিকিৎসকের নিষেধাজ্ঞা। এদিকে আবার করোনার টিকা নেওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। শেষ পর্যন্ত চিকিৎসকের সবুজসংকেত পেয়ে ও দ্বিধাদ্বন্দ্ব উপেক্ষা করে করোনার ভ্যাকসিন নিলেন সুচন্দা।

টিকা নিচ্ছেন সুচন্দা
সংগৃহীত

গতকাল মঙ্গলবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে করোনার টিকা গ্রহণ করেন সুচন্দা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছেলে তপু রায়হান। টিকা নেওয়া শেষে কথা হয় প্রথম আলোর সঙ্গে। তিনি বললেন, ‘টিকা নেওয়ার আগে অনেকের কাছ থেকে অনেক রকম কথা শুনেছি। কখনো আবার কনফিউজড হয়ে যাই। একটা সময় ভাবলাম, যা হওয়ার তা-ই হবে। এদিকে ডাক্তারের সঙ্গে কথা বললে জানান, আমি টিকা নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। এরপর টিকা নেওয়ার জন্য নাম নিবন্ধন করি। সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে চমৎকার পরিবেশে টিকা দেওয়ার কাজ সেরে নিয়েছি।’

টিকা নেওয়ার পর সুচন্দা

করোনার টিকা নেওয়ার পর কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কি না, জানতে চাইলে সুচন্দা বললেন, ‘টিকা দেওয়ার পর ২৪ ঘণ্টা পার হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে না, আলহামদুলিল্লাহ।’ একই সঙ্গে দেশের মানুষের জন্য এত দ্রুত সময়ে করোনার টিকা দেওয়ার ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সুচন্দা। তিনি বললেন, ‘দেশের বাইরে আমাদের অনেক পরিচিত মানুষ আছেন। তাঁদের মধ্যে অনেকে এখনো করোনার টিকা পাননি। সে তুলনায় আমাদের দেশের চেনা-পরিচিত অনেকেই টিকা নেওয়ার খবর শুনতে পাচ্ছি। এটা সত্যি অনেক বেশি স্বস্তির খবর।’

তিন বোন ববিতা, সুচন্দা ও চম্পা

জানুয়ারির প্রথম সপ্তাহে ওপেন হার্ট সার্জারি হয় বরেণ্য অভিনয়শিল্পী কোহিনুর আক্তার সুচন্দার। তাই জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা নিতেও অনুষ্ঠানস্থলে যেতে পারেননি তিনি। সুচন্দা বললেন, ‘সুন্দর পরিবেশে নিজেদের সুরক্ষার জন্য করোনার টিকা নিয়েছি। হাসপাতালে যাঁরা টিকা দেওয়ার দায়িত্বে ছিলেন, তাঁরা বেশ আন্তরিক ও হাসিমুখে ছিলেন। পুরো পরিবেশ আমার বেশ ভালো লেগেছে।’
সুচন্দা জানালেন, ২ মাস পর করোনার টিকার দ্বিতীয় ডোজ নেবেন। এর আগে সুচন্দার দুই বোন ববিতা ও চম্পা করোনার টিকা নিয়েছেন। চম্পা যে হাসপাতালে করোনার টিকা নিয়েছেন, একই হাসপাতালে তার ঠিক আগের দিন সকালে টিকা নেন বড় বোন ববিতা।

সুচন্দা