‘জ্যাকসন ভাই’ শরীফ এবার পরিচালক

চরকির প্রথম ছবি ‘ইউটিউমার’-এর জ্যাকসন ভাই শরীফ সিরাজ এবার পরিচালক। কান শর্টসে নির্বাচিত হয়েছে শরিফদের স্বল্পদৈর্ঘ্য ‘ভাসান’। নবীন নির্মাতার প্রথম স্বল্পদৈর্ঘ্য ছবি বিভাগে নির্বাচিত ছবিটি দেখানো হবে অনলাইনে।

সম্প্রতি নিজের বানানো প্রথম ছবিটি নির্বাচিত হওয়ার খবর জানান অভিনেতা শরীফ সিরাজ। ছবিটির প্রযোজনা ও পরিচালনা করেছেন তিনি নিজেই। জোবায়দুর রহমানের সঙ্গে যৌথভাবে লিখেছেন ছবির চিত্রনাট্য। তিনি বলেন, ‘এটি আমাদের টিমের ছোট্ট একটি সাফল্য, যা বড় ধরনের সাফল্যের পথে এক ছোট্ট পদক্ষেপ। আমরা কাজ চালিয়ে যাব। আশা করি সামনে বড় কিছু করব।’

অনলাইনে প্রদর্শনের জন্য অক্টোবর মাসে নির্বাচিত হয়েছে ‘ভাসান’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিতু রহমান ও রাগীব নাঈম। আগেও তিনটি উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি। পরিচালক শরীফ অভিনয় করেন মঞ্চে। ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা। সর্বশেষ ‘ইউটিউমার’-এ ‘জ্যাকসন ভাই’ চরিত্রটি করে বিশেষভাবে আলোচিত হন তিনি।

শরীফ সিরাজ

শ্যাম বেনেগাল পরিচালিত ‘বঙ্গবন্ধু’ ছবিতে অভিনয় করছেন শরীফ। এ ছাড়া সৈয়দ সালাহউদ্দিন জাকী, সৈয়দ জামিল আহমেদের মতো মেধাবী নির্দেশকদের কাজ করেছেন তিনি। কর্মজীবনে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।