ছবিতে আলমগীরের জন্মদিনের ঘরোয়া আয়োজন

বাংলাদেশি চলচ্চিত্রের চিরসবুজ নায়ক আলমগীর এর ৭২তম জন্মবার্ষিকী ছিল গতকাল রোববার। ১৯৫০ সালের ৩ এপ্রিল জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা কলিম উদ্দিন আহম্মেদ ছিলেন বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর অন্যতম প্রযোজক। পারিবারিক, সামাজিক, অ্যাকশন, রোমান্টিক, ফোক, ফ্যান্টাসিসহ নানা ধরনের চলচ্চিত্রের একজন সফল অভিনেতা আলমগীর। প্রযোজক, পরিচালক আর গায়ক হিসেবেও সুনাম কুড়িয়েছেন। বেশ কয়েক দিন লন্ডনে থাকার পর গত শনিবার ঢাকায় ফিরেছেন তিনি। গতকাল রাতে একেবারে ঘরোয়া পরিবেশে আলমগীরের জন্মদিন উদ্‌যাপন করেন তাঁর পরিবারের সদস্যরা।

বাংলাদেশি চলচ্চিত্রের চিরসবুজ নায়ক আলমগীরের কাছে তাঁর জন্মদিন একেবারেই সাধারণ একটা দিন। খুব একটা গুরুত্ব বহন করে না। তারপরও পরিবারের সদস্যরা দিনটি নিজেদের মতো করে উদ্‌যাপন করে থাকেন। এবারের জন্মদিনও তাই পরিবারের সবাই মিলে ঘরোয়া আয়োজনে উদ্‌যাপন করেছেন। আলমগীর ও রুনা লায়লা দম্পতির বাসায় জন্মদিনের আনন্দ আয়োজনের একটি মুহূর্তে এভাবেই ক্যামেরার সামনে ধরা দেন রুনা লায়লা ও আলমগীর
ছবি: সংগৃহীত
কদিন আগেই বিবাহবার্ষিকী গেল রুনা লায়লা ও আলমগীরের, তখন তাঁরা লন্ডনে ছিলেন। আর গতকাল ছিল আলমগীরের জন্মদিন। দিনটিতে ঘরোয়া আয়োজনে আলমগীরকে কেক খাইয়ে দিচ্ছেন তাঁর স্ত্রী উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা
অভিনয়শিল্পী বাবা আলমগীর চেয়েছিলেন বড় মেয়ে আঁখি আলমগীর চিকিৎসক হোক। কিন্তু তিনি হয়ে গেলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী। গানের জন্য তিনি অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। আর শিশু বয়সে ‘ভাত দে’ চলচ্চিত্রে অভিনয় করে অর্জন করে নিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ শিশুশিল্পীর পুরস্কার। জন্মদিনে বাবাকে কেক খাইয়ে দিচ্ছেন মেয়ে
ছোট মেয়ে মেহরুবা আহমেদ তুলতুলের সন্তানের কাছ থেকে জন্মদিনের কেক খাচ্ছেন চলচ্চিত্র অভিনয়শিল্পী ও প্রযোজক আলমগীর
পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটছেন আলমগীর
নাতনির (আঁখি আলমগীরের মেয়ে) কাছ থেকে জন্মদিনের কেক খাচ্ছেন আলমগীর
আলমগীরের ছোট মেয়ে মেহরুবা আহমেদ তুলতুল একসময় চাকরি করতেন, এখন আর করেন না। বাবা চেয়েছিলেন ছোট মেয়ে তুলতুল আইনজীবী হোক। কারণ, ছোটবেলা থেকে সে খুব যুক্তি দিয়ে কথা বলত। জন্মদিনে দুই সন্তান মিলে জন্মদিনের কেক খাওয়াচ্ছেন আলমগীরকে
রুনা লায়লাকে কেক খাইয়ে দিচ্ছেন আলমগীর
জন্মদিনের ঘরোয়া আয়োজনে রুনা লায়লা, আলমগীর ও তাঁর ছেলে তাসভীর আহমেদ
এক ফ্রেমে বাবা-ছেলে। ছেলে তাসভীর আহমেদকে নিয়ে বাবা আলমগীর বললেন, ‘ছেলে পড়াশোনা শেষ করে আমার ব্যবসা দেখাশোনা করছে