দেশের চলচ্চিত্র বাঁচাতে চলচ্চিত্রের কোনো সংগঠনের কোনো রকম প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পরিচালক অনন্য মামুন। ‘আন্দোলন, সংগ্রাম, মুখে আশ্বাস, অপ্রাসঙ্গিক কথা না বলে চলচ্চিত্রের মানুষদের চলচ্চিত্রের কথা বলা জরুরি’ বলে মনে করেন ‘অমানুষ’ সিনেমার এই পরিচালক। সংগঠনের লোকদের উদ্দেশ করে তিনি বলেন, এসব সংগঠনের মানুষদের মুখের কথা আর মনের কথা এক নয়।
দীর্ঘদিন পর দেশের প্রেক্ষাগৃহে একসঙ্গে দুটি সিনেমা মুক্তি পেয়েছে। একটি ‘অমানুষ’ ও অন্যটি ‘তালাশ’। সিনেমার মুক্তিতে একধরনের প্রতিযোগিতা থাকলেও চলচ্চিত্রের স্বার্থে এটাকে আশাবাদ হিসেবেই দেখছেন অনন্য মামুন। তিনি বলেন, ‘আমি নিজে দশটা সংগঠনের সঙ্গে যুক্ত আছি। এ ছাড়া সব মিলিয়ে চলচ্চিত্রের ১৯টি সংগঠন রয়েছে। এত এত সংগঠনে থেকে কি লাভ, যদি তারা সিনেমা মুক্তির সময় অন্য প্রসঙ্গে নিয়ে আলোচনা করে। সিনেমা মুক্তিকে বাধাগ্রস্ত করে, বাঁকা চোখে দেখে, সিনেমার পাশে থাকে না। সিনেমা যখন একটু একটু করে বাজারের জায়গা করে নিচ্ছে, তখন বিভিন্ন প্রসঙ্গে এনে সিনেমার পাশে থাকছেন না। অনেকের কথা কাজে মিল নেই।’
বেশ কয়েকজন চলচ্চিত্রের মানুষ আপনাদের পাশে রয়েছেন, তাঁরা ছবি দেখার জন্য ফেসবুকে বার্তাও দিয়েছেন। তাহলে পাশে নেই বলছেন কেন? এমন প্রশ্নে অনন্য মামুন বলেন, ‘যাঁরা পাশে আছেন, তাঁদের মধ্যে সংগঠনের মানুষ কম। তাঁরা সবাই আমার শুভাকাঙ্ক্ষী। আর যাঁরা শেষ মুহূর্তে প্রমোশনে এসেছেন, তাঁরা অন্যদের দেখে বাধ্য হয়েছেন। তাঁদের মনোভাব এমন, বার্তা না দিলে কেমন হয়। যাঁরা পাশে রয়েছেন, তাঁদের কাছে কৃতজ্ঞতা।’
অনন্য মামুন আরও বলেন, ‘“তালাশ” ও “অমানুষ” আজ থেকে ৯০টির অধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে, এটা চলচ্চিত্রের জন্য অনেক সম্ভাবনার খবর। আমার ব্যক্তিগত মতামত, চলচ্চিত্র শিল্প বাঁচাতে সংগঠন দরকার নেই, চলচ্চিত্র দরকার। আজ খুব খুশি হতাম যদি চলচ্চিত্রের ১৯ সংগঠনের আরও অনেকে “তালাশ” ও “অমানুষ”–এর সঙ্গে প্রচারণায় যুক্ত হতেন, ১৯ সংগঠন পক্ষ থেকে তাঁরা মানুষের মাঝে গিয়ে চলচ্চিত্র দেখার জন্য আহ্বান করতেন। জানি আপনারা করবেন...কারণ চলচ্চিত্র বাঁচাও আপনাদের মুখের কথা মনের কথা না। আপনাদের ছাড়াই আমাদের চলতে হবে।’
আজ শুক্রবার থেকে দেশের ৪১ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে “অমানুষ”। একটি জঙ্গলের মধ্যে কিছু মানুষের আধিপত্য বিস্তারের কাহিনি নিয়ে সিনেমাটি। পরিচালক অনন্য মামুন বলেন, ‘জঙ্গলের মধ্যেই পুরো ছবির গল্প। গল্পের প্রাসঙ্গিকতার কারণে সিলেট, বান্দরবান ও ভালুকার গভীর বনে শুটিং করেছি আমরা।’ ছবিতে ‘ওসমান ডাকাত’ চরিত্রে অভিনয় করেছেন নিরব। ছবিতে আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম, মিথিলা, মিশা সওদাগর, ডন, নওশাবা, রাশেদ মামুন অপু প্রমুখ। ‘অমানুষ’ ছবি সংশ্লিষ্ট ব্যক্তিরা আজ বিকাল তিনটায় মধুমিতা, সাড়ে চারটায় লায়ন সিনেমাস, সন্ধ্যা ছয়টায় নিউ গুলশান ও সন্ধ্যা সাতটায় বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে উপস্থিত থাকবেন।