ঘুরছি কিন্তু হানিমুন শুরুই করতে পারিনি

‘পদ্মপুরাণ’ সিনেমার গল্প শোনার পরেই নির্মাতা রাশেদ পলাশকে জানিয়ে দেন, এমন চ্যালেঞ্জিং চরিত্র তিনি করতে পারবেন না। শুনে নির্মাতা অবাক। বুঝিয়ে–সুঝিয়ে প্রসূন আজাদকে চরিত্রটি করতে রাজি করান। শুটিংয়ের দিনও বারবার প্রসূন জানিয়েছিলেন, তাঁর বিকল্প হিসেবে কাউকে শুটিংয়ে রাখলে ভালো হতো। বিকল্প আর দরকার হয়নি। নিজেই সিনেমাটিতে অভিনয় করে বাহবা পেয়েছেন। সেই সিনেমাটি আগামী শুক্রবার মুক্তি পাবে।

প্রসূন আজাদ
ছবি : সংগৃহীত

প্রসূন বলেন, ‘অনেক আগে থেকেই সিনেমায় অভিনয়ের ইচ্ছা ছিল। কিন্তু ‘পদ্মপুরাণ’-এর প্রস্তাব পাওয়ার পর ভয়ে ছিলাম। কারণ, এ ধরনের চরিত্র আগে কখনো পাইনি। তখন নির্মাতাকে বলেছিলাম, আপনার গল্প খুবই ভালো লেগেছে। সিনেমাটিতে যেই অভিনয় করুক, হলে গিয়ে দেখব। পরে নির্মাতা সাহস দেন। কাজটি করতে গিয়ে আমার মনে হয়েছে, আমার সেরাটা দিয়ে অভিনয় করেছি।’

‘পদ্মাপুরাণ’ চলচ্চিত্রের দৃশ্যে প্রসূন আজাদ ও সুমিত সেনগুপ্ত
ছবি : সংগৃহীত

দীর্ঘ ক্যারিয়ারের শুরুর দিকে প্রচুর কাজ করলেও পরে পর্দায় তাঁর উপস্থিতি কমতে শুরু করে। কোনো রাজনীতির শিকার হয়ে কাজ কমাতে হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া একটি মেয়ে। পুরো মিডিয়াতে আমার পরিচিত কেউ ছিল না, তারপরও এখানে এসে আমি অনেকটা সময় নিয়মিত কাজ করেছি। আমার আচরণ নিয়ে অনেকের সমস্যা থাকলেও অভিনয় নিয়ে কোনো অভিযোগ ছিল না। এখনো নেই। অভিনয় কম করি, এটা নিয়ে কোনো অভিযোগ নেই। লাক্সেও কোনো আশা নিয়ে যাইনি, এখনো কিছু আশা করি না। ক্যারিয়ার আরও আগেই পড়ে যেতে পারত। এত দূর আসতে পেরেছি, এটা পুরোটাই আমার প্রাপ্তি।’

‘পদ্মাপুরাণ’ চলচ্চিত্রের দৃশ্যে সাদিয়া মাহি ও সুমিত সেনগুপ্ত

গত ৩০ জুলাই বিয়ে করেছেন প্রসূন। তাঁর স্বামী দীর্ঘদিনের বন্ধু ফারহান গাফফার। বিয়ের পর কোথায় হানিমুনে গিয়েছিলেন জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘ঘোরাঘুরির কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছি। এগুলো দেখে অনেকেই মনে করছেন হানিমুনে গিয়েছি। মূলত পাহাড়ে ট্র্যাকিংয়ে গিয়েছিলাম। এর আগে ফ্যামিলি ও ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে সিলেট ঘুরেছি। কিন্তু আমরা স্বামী-স্ত্রী একসঙ্গে কোথাও ঘুরতে যেতে পারিনি। ঘুরছি কিন্তু হানিমুন শুরু করতে পারিনি। ইচ্ছা আছে আরও কিছুদিন পরে হানিমুনে যেতে চাই।’
দুই মাসের সংসারে অভিজ্ঞতা কেমন? ‘তেমন পরিবর্তন আসেনি। বাপের বাড়ির মতোই শ্বশুরবাড়িতে আছি। সুবিধা হচ্ছে, আমার মা একটু বেশি রাগী ছিলেন, শাশুড়ি কম রাগী,’ বলেন প্রসূন।
‘পদ্মাপুরান’-এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সাদিয়া মাহি, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ।