ঘুম ভাঙতেই চমকে গেলেন ‘রিকশা গার্ল’

নায়িমার চরিত্রে নভেরা
সংগৃহীত

ঘুম ভাঙতেই চমকে গেলেন ‘রিকশা গার্ল’ সিনেমার অভিনয়শিল্পী নভেরা রহমান। মঙ্গলবার দিবাগত রাতটা ছিল তাঁর জন্য খুবই বিশেষ। অবশ্য তা আগে থেকে জানতে পারেননি। প্রতিদিনের মতো আজও ঘুম থেকে ওঠেন। মুঠোফোন হাতে নিয়ে দেখেন, সবাই শুভেচ্ছা জানাচ্ছেন। হঠাৎ কী এমন ঘটল, ভাবতেই সময় লেগে যায়। এরপর আনন্দে চিৎকার করে ওঠেন। এরই মধ্যে জেনে গেছেন, বহুল প্রত্যাশিত সিনেমার ট্রেলার ফেসবুকে প্রকাশিত হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে চার হাজারের বেশি শেয়ার হয়েছে।

দুই বছর ধরে ‘রিকশা গার্ল’ সিনেমা নিয়ে অপেক্ষা করছেন নভেরা

দুই বছর ধরে ‘রিকশা গার্ল’ সিনেমা নিয়ে অপেক্ষা করছেন নভেরা। কিন্তু ট্রেলার প্রকাশের খবরটি তাঁকে আগে থেকে জানানো হয়নি। তাই তো ট্রেলার প্রকাশের পর সকাল থেকে পরিচিতজনদের নানা ধরনের মন্তব্যে দিনটি ভালোই কাটছে। এই সিনেমায় তিনি কেমন অভিনয় করেছেন, দীর্ঘদিন ধরে যাঁরা জানতে চাচ্ছিলেন, তাঁরাও এবার ধারণা পেয়ে গেলেন। নিজেকে ট্রেলারে দেখে আপনি কতটা খুশি?

এমন প্রশ্ন শুনে নভেরা বলেন, ‘আমি তো খুশিতে আত্মহারা। সবাই দিন–তারিখ বলে ট্রেলার প্রকাশ করে। আর আমি কিছুই জানি না। ঘুম থেকেই উঠেই চিৎকার–চেঁচামেচি শুনি। পরে জানতে পারলাম, ঘটনা আমাকে নিয়ে। “রিকশা গার্ল” আমার জন্য অনেক বড় একটি কাজ। সিনেমাটি নিয়ে খুবই এক্সাইটেড।’

গত বছর মুক্তির কথা ছিল ‘রিকশা গার্ল’ সিনেমার। পরিকল্পনা অনুযায়ী শুটিং ও তার পরবর্তী সব কাজ শেষও হয়েছিল। পরে করোনা মহামারির কারণে বদলে যায় পরিকল্পনা। সিনেমার পরিচালক অমিতাভ রেজা জানালেন, সিনেমাটি এখন দেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। ইতিমধ্যে সিনেমাটি দক্ষিণ আফ্রিকার ডারবান ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক বিভাগে প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছে।

অমিতাভ রেজা চৌধুরী

দেশের দর্শকেরা এই সিনেমা কবে দেখতে পাবেন, জানতে চাইলে অমিতাভ রেজা জানান, সিনেমাটি এখন অনেকগুলো চলচ্চিত্র উৎসবে জমা দেওয়া হবে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তাঁরা অপেক্ষা করছেন। উৎসব ঘুরে এই বছরের শেষের দিকে সিনেমা হলে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ইংরেজি ভাষায় তৈরি ‘রিকশা গার্ল’ সিনেমাটি বিভিন্ন দেশে প্রদর্শিত হবে। দেশে প্রদর্শনের জন্য বাংলা ভাষা ব্যবহার করবেন কি না, জানতে চাইলে অমিতাভ রেজা জানান, প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে তাঁরা চেষ্টা করছেন বাংলা ভাষায় সিনেমাটি মুক্তি দিতে। শিগগির কাজ শুরু করবেন।

দুই বছর ধরে ‘রিকশা গার্ল’ সিনেমা নিয়ে অপেক্ষা করছেন নভেরা

অমিতাভ রেজা তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘আয়নাবাজি’ দিয়ে বাজিমাত করেছেন। ‘রিকশা গার্ল’ নিয়ে দর্শকদের কাছে কেমন প্রত্যাশা? এই নির্মাতা বলেন, ‘আমার এই সিনেমা আগের মতো সফল না হলেও আমার কোনো আপত্তি নেই। সুপারহিট বা জনপ্রিয় তকমাটা আমার কাছে ভালো লাগে না। সিনেমা বানিয়েছি। দর্শক দেখুক, ভালো বলুক। আমাদের সিনেমায় দর্শক তৈরি হওয়া জরুরি, তা আমার সিনেমা দিয়ে যদি কিছুটা হয়, তাহলেই আমি খুশি।’

ইংরেজি ভাষায় তৈরি ‘রিকশা গার্ল’ সিনেমাটি বিভিন্ন দেশে প্রদর্শিত হবে

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের কিশোরসাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে ছবিটি তৈরি হয়েছে। এর চিত্রনাট্য করেছেন নাফিজ আমিন ও শর্বরী জোহরা আহমেদ। নায়িমা নামের এক কিশোরীকে ভাগ্যক্রমে রিকশা চালানোকে পেশা হিসেবে বেছে নিতে হয়। সেই গল্প উঠে এসেছে সিনেমায়। নায়িমা চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান।

রিকশা গার্ল সিনেমার বিহাইন্ড দ্য সিনে নভেরা রহমান ও অভিতাভ রেজা চৌধুরী

এ ছাড়া অভিনয়শিল্পী চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ আরও অনেকে অভিনয় করেছেন। সিনেমায় বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত।