বছরের অন্যান্য সময়ে চলচ্চিত্রের যেসব তারকাকে এফডিসিতে আসতে দেখা যায় না, তাঁরাও এদিনটায় একবার আসেন। দীর্ঘদিন যেসব শিল্পীর সঙ্গে দেখা হয় না, তাঁদের সঙ্গে আড্ডা দেন। কথা বলেন। ভালো–মন্দ জানার চেষ্টা করেন। চলচ্চিত্র শিল্পী সমিতির ভোট প্রদানের এই দিনে তেমনই এক উপলক্ষ তৈরি হওয়াতে দেখা হয় মঞ্চ-টেলিভিশন ও চলচ্চিত্র অভিনয়শিল্পী জাহিদ হাসানের সঙ্গে চিত্রনায়ক ফেরদৌসের। ভোট প্রদানের জন্য এফডিসিতে ঢোকার সময় জাহিদ হাসানের গাড়ি দেখতে পেয়ে ফেরদৌস সামনে এসে দাঁড়ান এবং কথা বলেন।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মূল ফটক পেরিয়ে জাহিদ হাসানের গাড়ি যখন ভেতরে ঢোকে, ফেরদৌস তখন ৯ নম্বর ফ্লোরের সামনে দাঁড়িয়ে ছিলেন। জাহিদ হাসানকে দেখা গাড়ির সামনে দাঁড়িয়ে যান ফেরদৌস। সালাম দেন। এ সময় গণমাধ্যমকর্মীরা এই দুই তারকাকে ঘিরে ধরেন। জাহিদ হাসান গাড়ির গ্লাস খুলে হাসিমুখে ফেরদৌসের সালামের উত্তর দেন। তখন ফেরদৌস বলেন, ‘জাহিদ ভাই আমার ভালোবাসার মানুষ। জানি, ভাইয়ের কাছে আমিও ভালোবাসার মানুষ।’
জাহিদের উদ্দেশে ফেরদৌস বলেন, ‘ভাই ভোট নয়, জাহিদ ভাই আমাকে ভালোবাসা দেবেন। এটুকু ছোট ভাই হিসেবে আপনার কাছে আমার চাওয়া।’ জাহিদ হাসানকে নায়ক ফেরদৌস আরও বলেন, ‘জয়ী হয়ে জাহিদ ভাইয়ের মতো মানুষদের আমরা সম্মান দিতে চাই। তাদের যথাযথ মর্যাদা দিতে চাই।’ এ সময় জাহিদ হাসান হাসতে হাসতে ফেরদৌসকে বলেন, ‘ছোট ভাই, তোমাদের জন্য আমার ভালোবাসা কোনো দিন ফুরাবে না। এ ভালোবাসা চলবে, চলতেই থাকবে।’
ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কার্যকরী সদস্য পদে নির্বাচন করছেন ফেরদৌস।