সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন একসময়ের জনপ্রিয় নায়িকা রোজিনা। ২০১৯ সালে বাংলাদেশ সরকার থেকে অনুদান পাওয়া ছবিটির নাম ‘ফিরে দেখা’। তিন মাস যুক্তরাজ্যে কাটিয়ে গত ৩১ ডিসেম্বর দেশে ফিরেছেন রোজিনা। এসেই ছবির প্রি–প্রোডাকশনের কাজ শুরু করেছেন তিনি। জানালেন আগামী ১ মার্চ থেকে শুটিং শুরু করবেন।
রোজিনা বলেন, ‘১৫ ফেব্রুয়ারি থেকে গোয়ালন্দের গ্রামাঞ্চলে শুটিং শুরু করতে চেয়েছিলাম। কিন্তু ওই অঞ্চলে পৌরসভা নির্বাচনের কারণে পরিবেশ পাওয়া যাবে না। এ কারণে পিছিয়েছি। ফেব্রুয়ারির শেষে অথবা ১ মার্চ থেকে শুটিং শুরু করব। এ জন্য যুক্তরাজ্য থেকে ফিরেই শিল্পী, টেকনিশিয়ান নির্বাচনসহ প্রি–প্রোডাকশনের কাজ নিয়ে বসেছি।’
এর আগে কিছু নাটক ও টেলিছবি পরিচালনা করলেও এবারই প্রথম সিনেমা পরিচালনা করবেন রোজিনা। এ ব্যাপারে এই অভিনেত্রী বলেন, ‘সিনেমা পরিচালনা অনেক কঠিন কাজ। একজন অভিনেতা শুধু অভিনয়টাই করেন। কিন্তু পরিচালককে পুরো ছবি, মানে এ টু জেড মাথায় রাখতে হয়। বুঝতে হবে কত কঠিন কাজ! প্রায় আড়াই শ সিনেমায় অভিনয় করেছি। কিছু নাটক–টেলিছবি পরিচালনা করার অভিজ্ঞতা আছে। আশা করছি, সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারব।’
মুক্তিযুদ্ধের সময়ের গল্প নিয়ে ‘ফিরে দেখা’ ছবির কাহিনি। গোয়ালন্দ উপজেলার কুমড়াকাধি গ্রামের একটি পরিবার ও রোজিনার স্মৃতি থেকে কিছু ঘটনা নিয়ে ছবির গল্প। রোজিনা বলেন, ‘গোয়ালন্দ আমার নানাবাড়ি। যুদ্ধের সময় আমি সেখানেই ছিলাম। বোঝার মতো বয়স ছিল তখন। সিনেমায় আমার দেখা যুদ্ধের সময়ের কিছু ঘটনাও থাকবে।’ এই অভিনেত্রী আরও জানালেন, গল্পে যুদ্ধকালীন গোয়ালন্দের নদী ও এর আশপাশের গ্রাম আছে। গল্পের এলাকাতেই ছবির শুটিং হবে।
ছবিতে রোজিনা নিজেও একটি চরিত্রে অভিনয় করবেন। প্রায় ১৫ বছর পর সিনেমায় অভিনয় করবেন তিনি। ‘রাক্ষুসী’ নামে তাঁর অভিনীত সর্বশেষ ছবিটি ২০০৬ সালে মুক্তি পায়। এ ব্যাপারে রোজিনা বলেন, ‘অনেক দিন অভিনয় করা হয়নি। মাঝে অনেক বছর যুক্তরাজ্যে ছিলাম। বেশ কয়েক বছর হলো দেশে নিয়মিত থাকছি। এ সময়ের মধ্যে ব্যাটে–বলে অভিনয়ের সুযোগ হয়নি। এবার ছবি পরিচালনা করছি। ছবিটিতে নিজে অভিনয় করলে কাজটি অনেকটাই সহজ হবে আমার জন্য।’
এরই মধ্যে ছবিটিতে মৌখিকভাবে নায়ক হিসেবে নিরবকে চূড়ান্ত করা হয়েছে। রোজিনার বিপরীতে ইলিয়াস কাঞ্চনের অভিনয় করার কথা আছে। তবে এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। রোজিনা বলেন, ‘নিরবকে মৌখিকভাবে চূড়ান্ত করেছি। এ ছাড়া আমার বিপরীতে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কথা বলেছি। তবে তিনি হ্যাঁ বা না কিছু বলেননি। জানাবেন বলেছেন।’