বেশ কয়েক দিন ধরেই লাইভে আসবেন বলে জানিয়েছিলেন চিত্রনায়ক কাজী মারুফ। দুবার ঠিকমতো আসতে না পারলেও অবশেষে তাঁর ইউটিউব চ্যানেল থেকে গতকাল লাইভে এসেছিলেন এই অভিনেতা। সেখানে ভক্তদের অনেক প্রশ্নের উত্তর দেন তিনি। ‘দেশ ছেড়ে কেন যুক্তরাষ্ট্রে গিয়েছেন’—একজন ভক্তের এমন প্রশ্নে কিছুটা চুপ হয়ে যান মারুফ। মুহূর্তেই কষ্ট তাকে ঘিরে ধরে। কিছুটা সময় নিয়ে তিনি বলেন, ‘আমেরিকা চলে এসেছি কিছু দুঃখ পেয়ে।’
মারুফ বলেন, ‘বাংলাদেশের সিনেমা হচ্ছিল না। তেমন কাজ ছিল না। কিন্তু কিছু তো করে খেতে হবে। তা ছাড়া আমাদের “ছিন্নমূল” সিনেমা ১৪ ফেব্রুয়ারি (২০১৯) মুক্তির কথা ছিল। সেভাবেই টার্গেট করেছিলাম। কিন্তু সিনেমাটি মুক্তি দিতে দেয়নি একটি বড় প্রযোজনা প্রতিষ্ঠান। পরিচালক ছিলেন আমার আব্বা (কাজী হায়াৎ)। তাঁরা আমার আব্বাকে বলেছিলেন, আমরা রিলিজ করতে না দিলে কীভাবে রিলিজ করবেন। আমার আব্বার মতো মানুষকে এই কথা শুনতে হয়েছিল। সেদিন আব্বা বাসায় এসে বললেন, আমি এই বয়সে যুদ্ধ করব? আমি চাই না তুমিও যুদ্ধ করো এদের সঙ্গে। চলে যাও আমেরিকা। এসব কারণেই বাংলাদেশ ছেড়ে চলে এসেছি।’
দেশ ছাড়ার আরও একটি কারণ উল্লেখ করেন মারুফ বলেন, ‘একবার আমার মেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে ভর্তি করাই। হাসপাতালে আমার মেয়েকে এমনভাবে স্যালাইনের সিরিঞ্জ শরীরে প্রবেশ করানো হচ্ছিল, সেটা আমি দেখতে পারছিলাম না। সেই দৃশ্য দেখে চুপ হয়ে ছিলাম। তখন আমার চোখ বন্ধ করে রেখেছিলাম।’ সেদিনই তিনি সিদ্ধান্ত নেন এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে চলে যাবেন।
দীর্ঘদিন ধরে সিনেমা থেকে দূরে কাজী মারুফ। ভক্তদের কৌতূহল ছিল যুক্তরাষ্ট্রে এখন কী করছেন। এই প্রসঙ্গে ‘ইতিহাস’খ্যাত এই অভিনেতা বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের “গ্রিন কার্ড” বানাচ্ছি। এখানেও সিনেমা বানাব। আমি এখনো বাংলাদেশি অভিনেতা। এ ছাড়া আমার অন্যান্য ব্যবসা আছে, সেগুলো দেখাশোনা করি।’
লাইভে এসে ভক্তদের সাড়ে তিন হাজার মন্তব্যের জবাব দিলেন একটি উত্তরে। লাইভে এই অভিনেতা বলেন, ‘ভক্তরা দীর্ঘদিন ধরে আমার কাছে বিভিন্ন রকম প্রশ্ন করেছেন। সেসব প্রশ্নের উত্তর দিতে চাই। সাড়ে তিন হাজার কমেন্টের বেশির ভাগই জানতে চেয়েছেন আমি কেমন আছি। তাদের সবার প্রশ্ন একটি উত্তরে দিচ্ছি, আমি ভালো আছি।’ কাজী হায়াতের পরিচালনায় একটি বড় বাজেটের সিনেমায় অভিনয়ের কথা ছিল মারুফের। সেই সিনেমার বাজেট এখন আরও বাড়ছে। সিনেমাটির শুটিং হবে কি না, এক ভক্ত জানতে চাইলে মারুফ বলেন, ‘বাংলাদেশের এখন টাকাওয়ালা মানুষের অভাব নেই। কিন্তু ভালো প্রযোজকের অভাব আছে।’
কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ ও ২৬ মার্চকে ঘিরে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। ‘গ্রিন কার্ড’ সিনেমাটি হলে মুক্তি পেলেও অন্যটি নিয়ে কিছুটা জটিলতা রয়েছেন। দীর্ঘদিন আগের এই সিনেমাটি নিজস্ব ইউটিউব চ্যানেলেই ছাড়বেন বলে জানান এই অভিনেতা। তিনি এর আগে ফেসবুক থেকে লাইভে এলেও গতকাল তাঁর ইউটিউব চ্যানেল ‘ফিল্ম ফ্যাক্টরী ইন নিউইয়র্ক’ থেকে লাইভে এসে ভক্তদের সঙ্গে ভার্চ্যুয়াল আড্ডা দেন। ভক্তদের জানান, আগামী ঈদুল আজহায় তাঁর দেশের আসার সম্ভাবনা রয়েছে।