করোনার কারণে গত মার্চ মাস থেকে সিনেমার শুটিং বন্ধ ঘোষণা করা হয়। তাতে বেশ কয়েকটি ছবির শুটিং মাঝপথে আটকে যায়। দীর্ঘ পাঁচ মাস পর নতুন স্বাভাবিকে আবার শুরু হয়েছে শুটিং। আটকে যাওয়া ছবিগুলোর হাতে গোনা কয়েকটির শুটিং শুরু করেছেন নির্মাতারা। নানা কারণে বাকি ছবিগুলোর শুটিং শুরু হচ্ছে না।
এর মধ্যে কয়েকটি ছবির প্রযোজক মনে করছেন, করোনা পরিস্থিতি এবং প্রেক্ষাগৃহে দর্শক কেমন আসছে—তার ওপর নির্ভর করছে শুটিংয়ের বিষয়টি। অনেকে বিনিয়োগ ফিরে পাওয়ার অনিশ্চয়তায় আর লগ্নি করে ঝুঁকি বাড়াতে চাচ্ছেন না। কিছু ছবির নির্মাতা পড়েছেন শিডিউলের জটিলতায়।
নতুন স্বাভাবিকে পুরোনো ছবির পাশাপাশি নতুন কিছু ছবির শুটিং শুরু হয়েছে। ফলে অভিনয়শিল্পীদের শিডিউল নিয়েও তৈরি হয়েছে জটিলতা। এই নতুন ছবির তালিকায় আছে নবাব এলএলবি, আশীর্বাদ, বীরত্ব ইত্যাদি। একই সঙ্গে শুটিং আটকে যাওয়া কিছু ছবির শুটিংও শুরু হয়েছে। এ তালিকায় আছে অ্যাডভেঞ্চার অব সুন্দরবন, এই তুমি সেই তুমি। ৪ সেপ্টেম্বর থেকে অ্যাডভেঞ্চার অব সুন্দরবন ছবির কাজ শুরু করেছেন নির্মাতা আবু রায়হান। আর চলচ্চিত্র অভিনেত্রী কবরীর পরিচালনায় এই তুমি সেই তুমি ছবির শুটিংও চলছে।
কিন্তু করোনার কারণে শুটিং আটকে যাওয়া দীপঙ্কর দীপনের অপারেশন সুন্দরবন, রায়হান রাফীর স্বপ্নবাজি ও ইত্তেফাক, সৈকত নাসিরের আকবর, শামীম আহমেদের বিক্ষোভ ও কমান্ডো, নঈম ইমতিয়াজ নেয়ামূলের জ্যাম, সোয়াইবুর রহমান রাসেলের নন্দিনী, ওহিদুজ্জামান ডায়মন্ডের কোভিড-নাইন্টিন ইন বাংলাদেশ, সাইফ চন্দনের ওস্তাদসহ একাধিক ছবির শুটিং এখনো শুরু হয়নি।
অপারেশন সুন্দরবন ছবির ঢাকার অংশের আট দিনের শুটিং বাকি। এই ছবির নির্মাতা দীপঙ্কর দীপন বলেন, ‘১২ অক্টোবর থেকে দুই দিনের শুটিং করেছি। পূজার পরে বাকিটা শেষ করব।’ ছবির জন্য ১৯ লাখ টাকার কস্টিউম কিনে আলোচনায় আসে স্বপ্নবাজি। এই ছবির প্রযোজক পিয়াল আহমেদ যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে বলেন, ‘করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী নভেম্বর মাস থেকে শুটিং শুরুর পরিকল্পনা আছে।’
চিত্রনায়িক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমাকে নিয়ে গাঙচিল ছবির শুটিং শুরু করেছিলেন পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল। গত শনিবার একদিন শুটিং করেই অসুস্থ হয়ে পড়েন পূর্ণিমা। তাই শুটিং স্থগিত হয়ে যায়। এই নির্মাতা বলেন, ‘আমার ছবির ১০ ভাগ শুটিং বাকি আছে। শিডিউল সমস্যার কারণে এর আগে শুটিংয়ে ফিরতে পারিনি। এখন পূর্ণিমার অসুস্থতার জন্য আবার পিছিয়ে গেল। তাঁর শারীরিক অবস্থা ভালো হলে কাল (আজ) থেকে আবার শুটিং করব। আর দুটো গানের শুটিং করলেই ছবির কাজ শেষ হবে।’
পরান ছবির অল্প কিছু কাজ বাকি আছে। ইত্তেফাক ছবি সম্পর্কে কিছুই জানি না। নির্মাতা বলতে পারবেন।বিদ্যা সিনহা মিম
জানা গেছে, ওস্তাদ, ইত্তেফাক, বিক্ষোভসহ বেশ কিছু ছবির অভিনয়শিল্পীরা আরও কয়েকটি ছবির সঙ্গে যুক্ত আছেন। সে ছবিগুলোরও শুটিং থাকায় আটকে আছে এসব ছবির কাজ। শাকিব খান, আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, নিরব, ইমন, মাহিয়া মাহি, বাপ্পী চৌধুরীসহ একাধিক অভিনয়শিল্পীর শুটিং করোনায় স্থগিত হয়ে যায়। এঁদের মধ্যে কারও একটি, কারও দুটি, কারও ছয়টি ছবির শুটিং আটকে গেছে।
ইতিমধ্যে বেশ কিছু অভিনয়শিল্পী নতুন ছবি দিয়ে ফিরেছেন। কেউ নতুন ছবি দিয়ে ফেরার পরিকল্পনা করছেন। এতে নতুন ও আটকে যাওয়া ছবির শুটিংয়ে তৈরি হয়েছে শিডিউলের জটিলতা। দুটি ছবির শুটিং আটকে আছে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের। তিনি জানান, তাঁর পরান ছবির গানের কাজ বাকি আছে। ইত্তেফাক ছবির ৫০ শতাংশ কাজ অসমাপ্ত। কবে শুরু হবে কিছুই জানেন না তিনি। এই নায়িকা বলেন, ‘পরান ছবির অল্প কিছু কাজ বাকি আছে। ইত্তেফাক ছবি সম্পর্কে কিছুই জানি না। নির্মাতা বলতে পারবেন।’ ইত্তেফাক ছবির নির্মাতা রায়হান রাফি বলেন, ‘আমার ছবিটির শুটিং লোকেশন সিলেট। এই পরিস্থিতিতে সেখানে দলবল নিয়ে শুটিং করা সহজ নয়। তা ছাড়া ছবির কলাকুশলী অনেকেই ভারতের। তাঁদের ভিসা এবং শিডিউল জটিলতায় ছবির কাজ আটকে আছে।’