এফডিসি প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘গোলাপী এখন ট্রেনে’র একটি দৃশ্যে ববিতা
এফডিসি প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘গোলাপী এখন ট্রেনে’র একটি দৃশ্যে  ববিতা

এবার সাফল্য পেলে প্রতিবছরই ছবি বানাবে এফডিসি

‘গোলাপী এখন ট্রেনে’, ‘সূর্য সংগ্রাম’—বহুল প্রশংসিত দুই বাংলাদেশি সিনেমা। প্রশংসিত ও পুরস্কৃত সিনেমাগুলো দেখা থাকলেও অনেকেই জানেন না, তিনটি ছবিই নির্মিত হয়েছিল চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বা এফডিসির প্রযোজনায়। ১৯৭৮ সালে নির্মিত আমজাদ হোসেনের ‘গোলাপী এখন ট্রেনে’ ছিল এফডিসি প্রযোজিত প্রথম চলচ্চিত্র। ১১টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ছবিটির পর আরও বেশ কয়েকটি সিনেমা প্রযোজনা করে জাতীয় প্রতিষ্ঠানটি। কিন্তু পরে নানা কারণে এ উদ্যোগ বন্ধ হয়ে যায়। কয়েক বছর ধরেই চলচ্চিত্রে মন্দা অবস্থা চলছে। কোভিডের সময় সেটা আরও স্পষ্ট। তখনই নতুন করে সামনে আসে এফডিসির চলচ্চিত্র প্রযোজনার বিষয়টি।
কয়েক বছর ধরেই প্রযোজক, পরিচালক সমিতিসহ বেশ কয়েকটি সংগঠন দাবি করে আসছিল সিনেমার সংখ্যা বাড়াতে খোদ এফডিসির উদ্যোগ নেওয়া উচিত। বিষয়টি নিয়ে গত বছর বেশ কয়েকবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের সঙ্গে এফডিসি কর্তৃপক্ষ ও সমিতির নেতারা বৈঠকে বসেছেন।

সম্প্রতি মন্ত্রণালয়ের এক সভায় সিদ্ধান্ত হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় এফডিসি আবারও সিনেমা প্রযোজনা করবে। প্রথমে নির্মাণ করবে দুটি সিনেমা। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র-১) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, পরিচালক জাকির হোসেনের চাদর ও দীপংকর দীপনের আকাশ যুদ্ধ ছবি দুটি প্রযোজনা করবে এফডিসি। চাদর ছবির জন্য ৭০ লাখ ও আকাশ যুদ্ধর জন্য ৭৫ লাখ টাকা এফডিসিকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। তবে এফডিসির সঙ্গে মন্ত্রণালয়ের এখনো চুক্তি হয়নি।
এ ব্যাপারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন বলেন, ‘আমরা সিনেমার প্রযোজক-পরিচালকদের অনুদান দিই। প্রত্যাশা থাকে তাঁরা ভালো ছবি নির্মাণ করবেন। সেই ছবি মানুষ দেখবেন, ছবির মাধ্যমে মানুষ মেসেজ পাবেন। এফডিসি যেহেতু সিনেমার সঙ্গে সরাসরি যুক্ত, এর আগেও প্রতিষ্ঠানটি ভালো ছবি বানিয়েছে; এবার তাঁদের কাজ দিলাম। টাকাপয়সা দিলাম। ছবি তৈরি করুক। দেখি কেমন পারে। অনেক দিন ধরেই তো এফডিসিতে এ ধরনের কাজ হয়নি।’

চিঠি হাতে পাওয়ার কথা জানিয়েছেন পরিচালক জাকির হোসেন ও দীপংকর দীপন

তবে এই কর্মকর্তা বলেন, ‘এই দুটি ছবির জন্য টাকাপয়সা খুব একটা বেশি দেওয়া হয়নি। সরকারি অনুদানের টাকা যেভাবে দেওয়া হয়েছে, ওভাবে এফডিসিকেও দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন হয়েছে তবে এখনো চুক্তি হয়নি, তাড়াতাড়িই হয়ে যাবে।’ জানা গেছে, এফডিসি থেকে চারটি চিত্রনাট্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছিল, সেখান থেকে দুটি ছবির বরাদ্দ পেয়েছে। এদিকে গত মঙ্গলবার দুপুরে প্রজ্ঞাপনের চিঠি হাতে পাওয়ার কথা জানিয়েছেন পরিচালক জাকির হোসেন ও দীপংকর দীপন। আনন্দিত দীপন প্রথম আলোকে বলেন, ‘এফডিসির প্রযোজনায় কাজ পাওয়ার জন্য ভীষণ সম্মানিতবোধ করছি। প্রায় সাত-আট মাস আগে আমার কাছ থেকে চিত্রনাট্য নিয়েছিল এফডিসি। ওই সময় তারা বলেছিল, অনেক বছর পর এফডিসি সিনেমা নির্মাণ করতে যাচ্ছে। এবার সাফল্য পেলে প্রতিবছরই বানাবে। এতে করে বেশি বেশি সিনেমা তৈরির ভূমিকা রাখতে পারবে। এফডিসির কাঠামো ব্যবহার করে আধুনিক সিনেমা বানানো সম্ভব হবে।’

প্রযোজনার জন্য চূড়ান্ত হলেও নির্মাণ শুরু করতে দেরি হবে জানিয়ে দীপন আরও বলেন, ‘এফডিসি কর্তৃপক্ষের সঙ্গে বসব। যেহেতু তারা প্রযোজক, কোন প্রক্রিয়াতে ছবিটি তৈরি হবে, সেসব বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনার বিষয় আছে।’ দীপন জানান, আকাশ যুদ্ধ মুক্তিযুদ্ধের গল্পের ছবি। আগামী ডিসেম্বর মাসে কাজ শুরু করার ইচ্ছা তাঁর। আগামী বছরের শুরুর দিকেই মুক্তি দিতে চান ছবিটি।
নিজের ভালো লাগার কথা জানিয়ে বরাদ্দ পাওয়া আরেক পরিচালক জাকির হোসেন বলেন, ‘এফডিসির প্রযোজনার ছবিতে আমাকে যুক্ত করার জন্য ভালো লাগছে। যেহেতু অনেক দিন পর তারা প্রযোজনা করতে যাচ্ছে, চেষ্টা থাকবে ভালো ছবি বানানো। কারণ, এফডিসি যে বিশ্বাস নিয়ে আমাকে কাজের দায়িত্ব দিল, সেই মান যেন রক্ষা করতে পারি। আশা করব, এফডিসি যাতে প্রতিবছর প্রযোজনায় এগিয়ে আসে।’