গত শুক্রবার দেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নিবর, মিথিলা ও নওশাবা অভিনীত ‘অমানুষ’ ছবিটি। মুক্তির প্রথম দিন থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি। ব্যাপক বৃষ্টি, পাহাড়ি ঢলের কারণে সিলেট, সুনামগঞ্জের বেশির ভাগ অঞ্চল তলিয়ে গেছে। সেখানকার মানুষ মানবেতর জীবনযাপন করছেন।
বিভিন্ন মাধ্যম থেকে এসব খবর জানার পর মুক্তির দ্বিতীয় দিন ‘অমানুষ’ ছবির পরিচালক অনন্য মামুন ঘোষণা দিয়েছিলেন দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে ‘অমানুষ’ ছবির টিকিট বিক্রির অংশ থেকে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের মানুষের জন্য হাত বাড়াবে ‘অমানুষ’ সিনেমার টিম।
কথামতো কাজ। দুর্গত অঞ্চলের মানুষের জন্য মোমবাতি, ম্যাচ, খাবার স্যালাইন, বিস্কুট, জুস, গুড়, চিড়া, মুড়িসহ প্রায় ৫০০ প্যাকেট শুকনা খাবারসামগ্রী নিয়ে সুনামগঞ্জের উদ্দেশে আজই রওনা হচ্ছেন তাঁরা।
পরিচালক জানালেন সিনেমা একটি বড় শিল্প। এই শিল্পের মানুষ হিসেবে দেশের মানুষের বিপদ-আপদে পাশে থাকা কর্তব্য। তিনি বলেন, ‘সিলেট, সুনামগঞ্জ অঞ্চলের লাখো মানুষ আজ মানবেতর জীবন যাপন করছেন। তাঁদের পাশে না থাকলে মানবতা থাকবে না। কারণ, মানবতা কখনো পরাজিত হয় না। সেই আবেগ থেকেই অমানুষ সিনেমার টিম হিসেবে আমরা ৫০০ পরিবারের জন্য খাবারসামগ্রী নিয়ে যাচ্ছি।’
পরিচালক আরও বলেন, ‘আমরা কয়েক দিন আগে ঘোষণা দিয়েছিলাম, অমানুষ সিনেমা টিকিট বিক্রির টাকা দিয়ে বন্যায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াব। অমানুষ ছবির প্রযোজক বিপ্লব ভাইয়ের আগ্রহেই আমরা এই ঘোষণা দিয়েছিলাম। তাঁর কাছে আমরা কৃতজ্ঞ। আমরা চাই, দেশের মানুষের বিপদে সিনেমার আরও মানুষ এগিয়ে আসবেন।’
জানা গেছে সন্ধ্যার আগে আগে ‘অমানুষ’ টিম খাবারসামগ্রী নিয়ে সুনামগঞ্জের পথে রওনা হবে। এই ত্রাণ সহায়তার যাত্রায় থাকছেন অমানুষ ছবির পরিচালক অনন্য মামুন, শিল্পী–কলাকুশলীদের মধ্যে রাশেদ অপু, নওশাবাসহ অনেকেই।