মাস দেড়েকের মাথায় সিনেমা হলে আসছে বুবলী অভিনীত নতুন ছবি। তালাশ নামের এই চলচ্চিত্রে তাঁর সঙ্গে নায়ক হিসেবে অভিষেক হচ্ছে আদর আজাদের। একই দিনে প্রথমবারের মতো দেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে মিথিলার প্রথম চলচ্চিত্র অমানুষ। এই চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন নিরবের বিপরীতে। প্রথম চলচ্চিত্রে মিথিলা কেমন বাজিমাত করেন, সেটাই দেখার অপেক্ষায় কেউ কেউ। আবার টিজার ও ট্রেলারে ভিন্ন রকম উপস্থাপনা দেখে বুবলী কতটা চমক দেখাতে পারেন, সেটিও দেখার অপেক্ষায় কেউ কেউ। চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকের মনেই প্রশ্ন, প্রথমবারের মতো বড় পর্দায় এসে মিথিলা কি টক্কর দিতে পারবেন বুবলীর সঙ্গে? এসবের উত্তর মিলবে আজ শুক্রবার।
তালাশ ও অমানুষ নিয়ে ফেসবুকে বেশ আলোচনা চলছে কয়েক দিন ধরে। দুটি ছবির টিজার, ট্রেলার ও গান প্রকাশিত হয়েছে আগেই। ভার্চ্যুয়াল মাধ্যমে প্রকাশিত এসব থেকেই ছবি দুটোকে ঘিরে দর্শকের বাড়তি আগ্রহও দেখা যাচ্ছে।
একটি জঙ্গলের মধ্যে কিছু মানুষের আধিপত্য বিস্তারের কাহিনি অমানুষ ছবিটির প্রেক্ষাপট বলে জানান পরিচালক অনন্য মামুন। তিনি বলেন, ‘জঙ্গলের মধ্যেই পুরো ছবির গল্প। গল্পের প্রাসঙ্গিকতার কারণে সিলেট, বান্দরবান ও ভালুকার গভীর বনে শুটিং করেছি আমরা।’ অমানুষ-এর আগে নিরবের সঙ্গে কসাই বানিয়েছিলেন মামুন। এ প্রসঙ্গে পরিচালক বলেন, নিরবের মধ্যে অভিনয়ের ক্ষুধা আছে। বেশ আগে তাঁকে নিয়ে কসাই বানানোর সময় মনে হয়েছিল, অন্য রকমভাবে নিরবকে উপস্থাপন করা গেলে ভালো কিছু সম্ভব। সেই ভাবনা থেকেই এই সিনেমা। এই ছবিতে নিরবের একটা আলাদা লুক দিয়ে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে।
অন্যভাবে পর্দায় হাজির হয়ে কতটুকু দিতে পেরেছেন নিবর? জানতে চাইলে অনন্য মামুন বলেন, ‘শতভাগ পেরেছেন। টিজার, ট্রেলার দেখে তাঁকে ঘিরে দর্শকের যে আগ্রহ দেখেছি, আমি খুশি।’ তিনি আরও বলেন, ‘হলমালিকেরাও ছবিটি নিয়ে দারুণ আগ্রহ দেখিয়েছেন। তা ছাড়া এই ছবিতে মিথিলার কাজ আমার প্রত্যাশা ছাড়িয়ে গেছে। এই ছবি দিয়ে বড় পর্দায় দারুণ অভিষেক হবে তাঁর।’
‘অমানুষ’ ছবিতে ‘ওসমান ডাকাত’ চরিত্রে অভিনয় করেছেন নিরব। চরিত্রের প্রস্তুতির জন্য অনেক কিছু্ই ত্যাগ করতে হয়েছে বলে জানান নিরব, ‘ডাকাত চরিত্রটির জন্য মাথায় বড় চুল থাকবে, এমন ভাবনা ছিল আমার। কিন্তু তা না করে মাথা ন্যাড়া করেছি। এমন লুকে আগে কাজ করিনি। নিজের সাধ্যমতো করেছি। আমার ক্যারিয়ারের জন্য অন্য রকম কিছু হতে পারে এই ছবি।’ এই অভিনেতা জানান, দেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অমানুষ। ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ডন, নওশাবা, রাশেদ মামুন অপু প্রমুখ।
অন্যদিকে দুই প্রেমিক-প্রেমিকার গল্পের ছবি তালাশ, যে গল্পে আছে রোমান্স, আছে থ্রিল—জানান ছবির পরিচালক সৈকত নাসির। তিনি বলেন, ‘এই ছবিতে নতুন আঙ্গিকে গল্প বলা হয়েছে। আগে এভাবে কাজ করিনি। আমার মনে হয়েছে, দর্শকের কাছে বেশ আকর্ষণীয় হবে ছবিটি, যা এরই মধ্যে টেরও পেয়েছি ফেসবুকের আলোচনা থেকে।’ ছবিতে বুবলীর সহশিল্পী নবাগত আদর আজাদ।
এই ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হবে তাঁর। নতুন নায়ক নিয়ে ঝুঁকি লাগছে কি না জানতে চাইলে সৈকত নাসির বলেন, ‘এখন একমাত্র শাকিব খান ছাড়া কোনো নায়ক নিয়েই সিনেমা ঝুঁকিমুক্ত নয়। সুতরাং ঝুঁকি থাকতেই পারে। তবে আমি মনে করি, আদরের মধ্যে সম্ভাবনা আছে। চরিত্রের সঙ্গে দারুণ মানিয়েছে তাঁকে। ট্রেলার প্রকাশিত হওয়ার পর তাঁকে ঘিরে দর্শকের একটা আলাদা আগ্রহ দেখতে পেয়েছি। মনে হয় দর্শক তাঁকে পর্দায় গ্রহণ করবেন।’
বড় পর্দায় অভিষেকের আগমূহূর্তে বেশ রোমাঞ্চিত আদর আজাদ। তিনি বলেন, ‘বড় পর্দায় নিজেকে প্রথম দেখব, এক্সসাইটেড লাগছে। তবে ভয়ও পাচ্ছি। ফেসবুক ও ইউটিউবে টিজার-ট্রেলার ও গানের মন্ত্যবগুলো পড়ার পর মানসিকভাবে প্রশান্তি লাগছে, সাহসও পাচ্ছি। এখন দেখা যাক, কী হয়।’ এই নবাগত নায়ক মনে করছেন, পরিচালক সৈকত নাসির আর সহশিল্পী বুবলীর সহযোগিতায় এই ছবিতে অনেক দূর এগিয়ে গেছেন তিনি। পরিচালক জানান, দেশের ৫৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তালাশ। বুবলী, আদর আজাদ ছাড়া ছবিতে আরও অভিনয় করেছেন আহসান খান, দীপক সুমন, মাসুম বাশার, মিলি বাসার প্রমুখ।