ঢাকা চলচ্চিত্র উৎসব

আজ যেসব সিনেমা দেখানো হবে

‘বিউটি সার্কাস’ ছবির শুটিং শুরু হয় ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি
‘বিউটি সার্কাস’ ছবির শুটিং শুরু হয় ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি

প্রধান মিলনায়তন, জাতীয় জাদুঘর
সকাল ১০টা ৩০ মিনিটে স্থলম, ভারত। বেলা ১টায় দ্য অনলি রিজন, মঙ্গোলিয়া। বেলা ৩টায় আই অ্যাম নট দ্য রিভার ঝিলম, ভারত। বিকেল ৫টায় মানিকবাবুর মেঘ, ভারত। সন্ধ্যা ৭টায় বিউটি সার্কাস, বাংলাদেশ।

সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় জাদুঘর
সকাল ১০টা ৩০ মিনিটে ডিপ ৬, ভারত। বেলা ১টায় দ্য ডিসটেনস বিটুইন মি অ্যান্ড মাইসেলফ, চীন। বেলা ৩টায় সিডস, শ্রীলঙ্কা। বিকেল ৫টায় ক্রিম ইন মাই কফি, যুক্তরাষ্ট্র। সন্ধ্যা ৭টায় আই উইল মিট ইউ দেয়ার, পাকিস্তান।

জাতীয় আর্ট গ্যালারি মিলনায়তন, শিল্পকলা একাডেমি
সকাল ১০টা ৩০ মিনিটে সোয়াম্প লায়ন, যুক্তরাষ্ট্র, নরওয়ে, হাঙ্গেরি, ডেনমার্ক। বেলা ১টায় মাগোদা, স্পেন, ব্রাজিল। বেলা ৩টায় আ চ্যাট, চীন। বিকেল ৫টায় কানে গোঁজা ফুল, বাংলাদেশ। সন্ধ্যা ৭টায় ব্যেমকেশ হত্যামঞ্চ, ভারত।

সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন, শিল্পকলা একাডেমি
সকাল ১০টা ৩০ মিনিটে সৌল, রাশিয়া। বেলা ১টায় দ্য ডিসটেনস বিটুইন মি অ্যান্ড মাইসেলফ, চীন। বেলা ৩টায় দ্য উইন্ড দ্যাট শেকস দ্য সুগার ক্যানস, ইরান। বিকেল ৫টায় হয়ার ইজ মাই মাইন্ড, বাংলাদেশ। সন্ধ্যা ৭টায় আই অ্যাম কমরেড, নেপাল।

উৎসবে আজ দেখানো হবে ‘ব্যেমকেশ হত্যামঞ্চ’ সিনেমাটি

শিল্পকলার জাতীয় আর্ট গ্যালারি মিলনায়তন (ষষ্ঠ তলা)
সকাল ১০টা ৩০ মিনিটে দাউনিয়া অ্যান্ড দ্য প্রিন্সেস অব আলেপ্পো, কানাডা, ফ্রান্স। বেলা ১টায় দ্য থিংস দ্যাট ইউ ডোন্ট নো অ্যাবাউট মি, মাম, জার্মানি, ইতালি। বেলা ৩টায় উইন্ড অব চেঞ্জ, ইরান। বিকেল ৫টায় রিফিউজি ৭১, ভারত। সন্ধ্যা ৭টায় কেজ: বিটুইন টু ব্যাটস, তুরস্ক।