সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারকারা বিভিন্ন মুহূর্তের স্থিরচিত্র পোস্ট করেন। প্রকাশ করেন মনের ভাবও। কেউ প্রতিদিন করেন, কেউবা কিছুদিন পরপর। বাংলাদেশি বিনোদন অঙ্গনের কয়েকজন তারকার ফেসবুকে চোখ বুলিয়ে নেওয়া যাক।
‘দরদ’, ‘রাজকুমার’ ও ‘তুফান’—এই তিন ছবি নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন শাকিব খান। এরই মধ্যে ‘তুফান’ ছবিতে তাঁর দুই নায়িকা কারা থাকছেন, সেই খবরও মিলেছে। জানা গেছে, এই ছবিতে শাকিব খানের বিপরীতে বাংলাদেশ থেকে নাবিলা ও ভারত থেকে মিমি চক্রবর্তী অভিনয় করবেন। ‘তুফান’ ছবিটি এ বছরের ঈদুল আজহায় দেশ–বিদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তার আগে ঈদুল ফিতরে মুক্তি পাবে এই ঢালিউড তারকার ‘রাজকুমার’। যুক্তরাষ্ট্রে ‘রাজকুমার’ ছবির শুটিং সময়ের একটি স্থিরচিত্র পোস্ট করে ভালোবাসা ইমোজি দিয়ে শাকিব খানের ফেসবুক পেজের ক্যাপশনে জুড়ে দেওয়া হয়েছে, ‘রাজকুমার’, আসছে এই ঈদুল ফিতরে।
উপস্থাপনা দিয়ে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন মাসুমা রহমান নাবিলা। এরপর টেলিভিশন নাটকেও অভিনয় করেন। একটা সময় এসে বড় পর্দায় তাঁর অভিষেক ঘটে। ‘আয়নাবাজি’ নামের সেই চলচ্চিত্রের পরিচালক অমিতাভ রেজা। ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পায়। নাবিলাও বেশ আলোচনায় আসেন। লম্বা সময় তাঁকে আর কোনো চলচ্চিত্রে দেখা যায়নি। এদিকে গতকাল সোমবার জানা যায়, নাবিলা ‘তুফান’ চলচ্চিত্রেও অভিনয় করতে যাচ্ছেন। এই ছবিতে নাবিলা অভিনয় করবেন শাকিব খানের বিপরীতে। ‘তুফান’ চলচ্চিত্রে চুক্তির খবরে নাবিলাকে অভিনন্দন জানিয়েছেন তাঁর প্রথম ছবির নির্মাতা অমিতাভ রেজা। ফেসবুকে ‘তুফান’ ছবিতে নাবিলার একটি লুক শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমার ভালোবাসার হৃদি (আয়নাবাজি চলচ্চিত্রে নাবিলার চরিত্রের নাম), মাসুমা রহমান নাবিলা— এখন নতুন নামে হাজির হবে। আমি এই খবরে অনেক খুশি। ভালোবাসা এবং শুভকামনা মাই গার্ল।’
বিজ্ঞাপন
এই স্থিরচিত্রটি ফেসবুকে পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে মেহজাবীন লিখেছেন, ‘আমি এবং আমার প্রিয়।’
বিজ্ঞাপন
ভারতীয় পরিচালক সৃজিত মুখার্জি পরিচালিত ‘পদাতিক’ চলচ্চিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। এই চলচ্চিত্রে তিনি মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রের পর্দায় মৃণাল সেন হয়ে ওঠার আগেই চঞ্চল চৌধুরীর বাবা মারা যান। মানসিকভাবে বিপর্যস্ত এই অভিনেতা তখন রবার্ট এইচ স্কুলারের একটি বাণী দ্বারা ভীষণ অনুপ্রাণিত হয়েছেন। আজ মঙ্গলবার ‘পদাতিক’ চলচ্চিত্রের একটি স্থিরচিত্র পোস্ট করে চঞ্চল ক্যাপশনে রবার্ট এইচ স্কুলারের সেই বাণী জুড়ে দিয়েছেন, ‘সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না। সে আসে, যাতে তুমি নতুন পথ খুঁজে পাও।’ চঞ্চল লিখেছেন, ‘“পদাতিক” সিনেমায় অভিনয় করার সময় এই উক্তিটি আমি জীবন দিয়ে অনুভব করেছি। সদ্য পিতৃবিয়োগের শোক কাটিয়ে ওঠার আগেই শুরু করেছিলাম মৃণাল সেন হয়ে ওঠার গল্প। খুব তাড়াতাড়িই সৃজিত মুখার্জির “পদাতিক” আমরা বড় পর্দায় দেখতে পাব।’সন্তানের বাবা শরীফুল রাজকে নিয়ে আবার আলোচনায় চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি কলকাতার গণমাধ্যমে রাজকে নিয়ে মুখ খুলেছেন এই নায়িকা। হুমকির ইঙ্গিতও দিয়েছেন। এদিকে পরীমনি নতুন একটি ছবির শুটিংও শেষ করেছেন সম্প্রতি। ‘ডোডোর গল্প’ নামের সেই ছবিতে পরীমনি অভিনয় করেছেন সাইমন সাদিকের বিপরীতে। সন্তানের সঙ্গে এই ছবিটি পোস্ট করে পরীমনি ফেসবুকে লিখেছেন, ‘আমরা একদিন আকাশ ছোঁব দেখো। সকলের সৎ উদ্দেশ্য সফল হোক।’