বাংলাদেশি তারকাদের অনেকে এখন দেশের বাইরেও থাকেন। তবে বৈশাখী আনন্দ থেকে নিজেদের বঞ্চিত রাখেন না। এই দিনে তাঁরাও মেতে ওঠেন। একনজরে দেশে ও দেশের বাইরের কয়েকজন তারকাকে বৈশাখী সাজে দেখে নেওয়া যাক
অভিনয়শিল্পী দম্পতি দীপা খন্দকার ও শাহেদ আলী। অভিনয়শিল্পী স্বামীর সঙ্গে কয়েকটি স্থিরচিত্র নিজের ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা।/ এসো, এসো, এসো হে বৈশাখ...।’
একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী মোনালিসা এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন। সেখানেও বেশ বড় পরিসরে উদ্যাপন করা হচ্ছে বাংলা নববর্ষ। টাইম স্কয়ারে গান পরিবেশ করতে গেছেন বাংলা লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ। এদিকে মোনালিসা সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘সবাইকে পয়লা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা। নতুন বছরের প্রতিটি মুহূর্ত আনন্দময় হোক। শুভ পয়লা বৈশাখ, শুভ নববর্ষ।’
বিজ্ঞাপন
মডেল ও অভিনয়শিল্পী ইপশিতা শবনম শ্রাবন্তীও তাঁর সন্তানদের নিয়ে অনেক বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকেন। তিনিও বৈশাখী সাজের স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
বিজ্ঞাপন
অভিনয়শিল্পী ও নাট্যকার স্বামী বৃন্দাবন দাস এবং দুই অভিনয়শিল্পী সন্তান সৌম্য, দিব্যসহ স্থিরচিত্র পোস্ট করে ফেসবুকে লিখেছেন, শুভ নববর্ষ। অনন্ত শুভকামনা সবার জন্য।’এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চলচ্চিত্র কাজলরেখা। এই চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। এদিকে বাংলা নববর্ষে নিজের ফেসবুকে কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে তিনি লিখেছেন, ‘বটমূলে বৈশাখের গান, মঙ্গল শোভাযাত্রা, সারা শহর আর দেশজুড়ে আলপনার রং, আর পান্তা-ইলিশ...এই তো আমাদের বর্ষবরণ। বাঙালির প্রাণের উৎসব। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা অগ্নিস্নানে শুচি হোক ধরা... বৎসরের আবর্জনা দূর হয়ে যাক। এসো হে বৈশাখ...এসো..এসো।’ শুভ নববর্ষ ১৪৩১। কোক স্টুডিও বাংলার নতুন গান তাঁতি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী মেহজাবীন। তিনি লিখেছেন, ‘পয়লা বৈশাখের আনন্দ ছড়িয়ে যাক তাঁতি দিয়ে এবার।’