প্রতিবছরই সম্পদের নিরিখে শীর্ষ তারকাদের তালিকা প্রকাশ করে ফোর্বস সাময়িকী। এবার ফোর্বস ইন্ডিয়া প্রকাশ করেছে আয়ের নিরিখে ভারতের শীর্ষ দশ তারকার তালিকা।
‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডানকি’ দিয়ে গত বছরটা নিজের করে নিয়েছেন শাহরুখ খান। অনুমিতভাবেই এ তালিকার শীর্ষে আছে তাই শাহরুখ খানের নাম।
এরপর এ তালিকায় জায়গা করে নিয়েছেন সালমান খান, আমির খান, আল্লু অর্জুন, অক্ষয় কুমার, রজনীকান্তরা।
ফোর্বস ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, শাহরুখের সম্পত্তির পরিমাণ ৬ হাজার ৩০০ কোটি রুপি। গত বছর ‘পাঠান’ দিয়ে শাহরুখ খান প্রায় চার বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন করেন। এরপর আসে ‘জওয়ান’। ‘পাঠান’ ও ‘জওয়ান’ এ দুই সিনেমা বিশ্বজুড়ে প্রায় ২ হাজার কোটি রুপির বেশি আয় করেছিল। ‘ডানকি’ ছবিটিও মোটের ওপর ভালোই ব্যবসা করেছিল। সবটা মিলিয়েই ভারতের সবচেয়ে বিত্তশালী তারকা হয়েছেন শাহরুখ।
ফোর্বসের তালিকায় এর পরেই আছেন সালমান খান। তাঁর সম্পত্তির পরিমাণ ২ হাজার ৯০০ কোটি রুপি। এরপরই আছেন অক্ষয় কুমার।
২ হাজার ৫০০ কোটি রুপির সম্পত্তি আছে তাঁর। অন্যদিকে আমির খান ১ হাজার ৮৬২ কোটি রুপির মালিক।
তালিকায় এরপরই আছেন দক্ষিণি তারকা থালাপতি বিজয়। তাঁর সম্পত্তির পরিমাণ ৪৭৪ কোটি রুপি। অন্যদিকে রজনীকান্তের আছে ৪৩০ কোটি রুপির সম্পত্তি।
‘পুষ্পা’ অভিনেতা আল্লু অর্জুনের সম্পত্তি আছে ৩৫০ কোটি রুপির। প্রভাস ও অজিত কুমারের সম্পত্তির মূল্য যথাক্রমে ২৪১ কোটি ও ১৯৬ কোটি রুপি। এ তালিকার দশম স্থানে আছেন কমল হাসান। তাঁর সম্পত্তির পরিমাণ ১৫০ কোটি রুপি।