প্রেম নিয়ে কথা হবে না

‘খো গায়ে হাম কাঁহা’ সিনেমায় অভিনয়ের সুবাদে প্রশংসা কুড়াচ্ছেন বলিউড তরুণ অভিনেত্রী অনন্যা পান্ডে। পাশাপাশি তাঁর প্রেমের গুঞ্জন নিয়েও বিস্তর চর্চা চলছে সামাজিক মাধ্যমে। ইন্ডিয়া টুডে ডটকমকে দেওয়া সাক্ষাৎকার অবলম্বনে তাঁকে নিয়ে থাকল আরও তথ্য।
বছরখানেক ধরেই বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে অনন্যা পান্ডের প্রেমের গুঞ্জন চলছে। তবে এখনো তাঁরা প্রেমের বিষয়টি স্বীকার কিংবা অস্বীকার করেননি
 ছবি: ইনস্টাগ্রাম থেকে
তবে ইন্ডিয়া টুডে ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে এই সময়ের প্রেম নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন অনন্যা। তিনি জানান, যে সম্পর্কে কোনো অঙ্গীকার কিংবা ভিত্তি নেই (সিচুয়েশনশিপ) সেই ধরনের সম্পর্কে বিশ্বাস করেন না। প্রেমের সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে কথা বলতেও অনাগ্রহী তিনি
 ছবি: ইনস্টাগ্রাম থেকে
‘কফি উইথ করণ’-এর অষ্টম মৌসুমে আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেম নিয়ে অনন্যা পান্ডে বলেছিলেন, ‘আমরা খুব ভালো বন্ধু।’
অর্জুন ভারেন সিং পরিচালিত ‘খো গায়ে হাম কাঁহা’ ছবিতে অনন্যাকে ‘অহনা’ নামের এক তরুণীর চরিত্রে দেখা গেছে। ২৬ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে
অল্প সময়ে ক্যারিয়ারে সাতটির মতো সিনেমায় পাওয়া গেছে অনন্যাকে। অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে হিসেবে জন্মের পর থেকেই চর্চায় রয়েছেন অনন্যা; অভিনয়ে নাম লেখানোর পর তাঁকে নিয়ে চর্চা আরও বেড়েছে
এর আগে অনন্যা অভিনীত সবশেষ সিনেমা ‘ড্রিম গার্ল ২’ বক্স অফিসে ভালো ব্যবসা করেছে