আজ ৮ জানুয়ারি দক্ষিণি তারকা যশের জন্মদিন। কন্নড় অভিনেতার আসল নাম নবীন কুমার গওডা। তবে তিনি যশ নামেই খ্যাত। এ বছর তিনি ৩৮তম জন্মবার্ষিকী উদ্যাপন করছেন। এই বিশেষ দিনে অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন ‘কেজিএফ’ অভিনেতা। অবশ্য তাঁকে নিয়ে ভক্তদের পাগলামিটা সব সময় একটু বেশিই থাকে। দেশের ঘরে ঘরে তাঁর ভক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। প্রিয় তারকাকে ঘিরে তাঁর ভক্তদের উন্মাদনার নানা ছবিই ধরা পড়ে। তবে যশের ভক্তদের পাগলামির কথা জানলে হতবাক হবেন। এ অভিনেতার জন্মদিনে চলুন জেনে নিই তেমনই কিছু পাগলামির গল্প, দেখি নিই পারিবারিক কিছু ছবিও।
২০০০ সালে ধারাবাহিকের মাধ্যমে কর্মজীবন শুরু করেন যশ। ২০০৭ সালে ‘জামবারা হুড়ুগি’ ছবি দিয়ে বড় পর্দার যাত্রা শুরুতবে প্যান ইন্ডিয়া ছবি ‘কেজিএফ’-এর হাত ধরে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। প্রথম ছবির পর দ্বিতীয় সিজনের জন্য মুখিয়ে ছিলেন দর্শক। ২০২২ সালের সর্বোচ্চ ব্যবসা করা ছবিগুলোর মধ্যে অন্যতম ‘কেজিএফ ২’।‘কেজিএফ’ মুক্তির পর থেকেই রাতারাতি সুপারস্টার হয়েছেন কন্নড় সিনেমার এই মুহূর্তের জনপ্রিয় মুখ যশ। তবে শুধু কন্নড় সিনেমা বললে ভুল হবে, ‘কেজিএফ’-এর হাত ধরে সর্বভারতীয় স্তরে বড় তারকা হয়েছেন যশব্যক্তিজীবনে ২০১৬ সালে প্রেমিকা রাধিকাকে বিয়ে করেন যশ। বর্তমানে দুই সন্তান আর্য ও যথার্বকে নিয়ে সুখের সংসার ‘কেজিএফ’ তারকার‘কেজিএফ’-এর পর যত দিন গড়িয়েছে, তারকার ভক্তদের পাগলামিও বেড়েছে। এমনকি প্রিয় নায়ককে ঘিরে উন্মাদনার জেরে প্রাণও হারিয়েছেন অনেকে। ২০১৯ সালে নিজের জন্মদিন উদ্যাপন না করার কথা ঘোষণা করেছিলেন যশ। কিন্তু নায়কের সেই কথায় কর্ণপাতই করেননি তাঁর ভক্তরা। যথারীতি পছন্দের নায়কের জন্মদিন উপলক্ষে তাঁর বাড়ির সামনে ভিড় জমিয়েছেন হাজার হাজার ভক্ত। জন্মদিনে প্রিয় নায়ককে একঝলক দেখার ইচ্ছা ছিল তাঁদেরসেদিন ভক্তদের সামনে হাজিরই হননি তারকা। একসময় ধৈর্যের বাঁধ ভেঙে যায় ভক্তদের। নিরাপত্তাবেষ্টনী টপকে এক ভক্ত যশের বাড়িতে ঢোকার চেষ্টা করেন। সেই সময় এক নিরাপত্তারক্ষী তাঁকে আটকাতে যান। তারপরই ঘটে যায় সেই দুর্ঘটনানিরাপত্তারক্ষী আটকাতেই যশের ওই ভক্ত গায়ে পেট্রল ঢেলে নিজেকে জ্বালিয়ে দেন। সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে সারাক্ষণ যশের নাম করছিলেন ওই ভক্ত। সেই সঙ্গে তাঁকে দেখতে যশ যাতে একটিবারের জন্য হাসপাতালে যান, তা নিয়ে চিকিৎসকদের অনুরোধও করেন ওই ভক্তভক্তের এই আকুতি শোনার পরই হাসপাতালে ছুটে গিয়েছিলেন যশ। দেখা হয় ভক্ত ও তারকার। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি ওই ভক্তকে। এ ঘটনায় শোরগোল পড়ে যায়এরপরই যশ একটি ভিডিও প্রকাশ করে ভক্তদের উদ্দেশে বলেন, যাঁরা এমন কাজ করবেন, তাঁরা তাঁর ভক্ত হতে পারেন না। কেউ যদি ভাবেন যে এ রকম কাণ্ড করে তাঁর সঙ্গে দেখা করবেন, তাহলে তা ভুল। কারণ, এভাবে আর কারও সঙ্গেই দেখা করবেন না যশযদিও নায়কের এই ভিডিও বার্তা কানে তোলেননি তাঁর ভক্তরা। আর তাই দুই বছরের মাথায় যশের আরও এক ভক্তের প্রাণ ঝরে। কর্ণাটকের মাণ্ড্য শহরের বাসিন্দা ২৫ বছরের রামকৃষ্ণ। যশের খুব ভক্ত ছিলেন তিনি। ২০২১ সালে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেনসুইসাইড নোটে যশের ওই ভক্ত লেখেন, তিনি ‘কেজিএফ’ তারকার খুব বড় ভক্ত। তাঁর শেষকৃত্যে যেন যশ ও রাজনীতিক সিদ্দারামাইয়া যান। এটাই ছিল তাঁর শেষ ইচ্ছা।১২. ওই যুবকের শেষকৃত্যে কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া যোগ দিলেও যাননি যশ। টুইটারে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছিলেন নায়ক। লিখেছিলেন, ‘ভক্তরাই আমাদের জীবন, গর্ব। কিন্তু একজন ভক্তের ভালোবাসার দৃষ্টান্ত এমনটা হতে পারে না।’নায়কের ভক্ত হয়ে পাগলামি করতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি নেয় যশের আরও এক অনুরাগী। ‘কেজিএফ ২’ ছবিতে ধূমপান করতে দেখা গিয়েছে যশকে। প্রিয় নায়কের সেই দৃশ্য দেখে তা অনুকরণের চেষ্টা করেছিল হায়দরাবাদের রাজেন্দ্রনগরের বাসিন্দা ১৫ বছরের এক কিশোর। নায়ককে অনুকরণ করতে গিয়ে প্রচুর ধূমপান করে সে। শেষে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ভর্তি করানো হয় হাসপাতালেযশের ভক্তদের পাগলামির আরও অনেক কীর্তিই প্রকাশ্যে এসেছে। ‘কেজিএফ ২’ মুক্তির সময় দক্ষিণ ভারতের বিভিন্ন শহরে যশকে নিয়ে মেতে উঠেছিলেন তাঁর অগণিত ভক্ত। কোথাও যশের ছবিতে মালা পরানো হয়েছিল, কোথাও আবার যশের পোস্টারে দুধ ঢালা হয়েছিল। সিনেমার টিকিটের কালোবাজারিও হয়। বেঙ্গালুরুতে ছবি দেখতে গিয়ে এমন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় যে লাঠি চালাতে বাধ্য হয় পুলিশ কর্ণাটকের রাজশ্রী সিনেমা হলে ছবি প্রদর্শনের সময় যশের দুই দল ভক্তের মধ্যে গন্ডগোল বাধে। সেই সময় এক পক্ষের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। গুলিবিদ্ধ এক ভক্তকে হাসপাতালে ভর্তি করানো হয়যশের জন্মদিন উপলক্ষে স্কুল ছুটি দেওয়ার জন্য অধ্যক্ষকে অনুরোধ জানিয়ে চিঠি লিখেছিলেন কর্ণাটকের বেল্লারির একটি স্কুলের ছাত্র। সেই চিঠি ভাইরাল হয়ে গিয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমেনায়কের জন্মদিনে তাঁর ভক্তরা কেক নিয়ে মাতামাতি করবেন—এটাই তো স্বাভাবিক। তবে যশের মতো তারকার জন্মদিনে বিশেষ কেক তৈরি করে তাক লাগিয়েছিলেন ভক্তরা। ২০২০ সালে যশের জন্মদিনে ৫ হাজার কেজির কেক বানান কয়েক ভক্ত। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নজির গড়ে সেই কেকওই বছরই যশের আরও একদল ভক্ত নায়কের কাটআউট বানিয়ে নজির গড়েছিলেন। ২১৬ ফুটের কাটআউট বানানো হয়, যা এখনো বিশ্বের সবচেয়ে বড় কাটআউট বলে দাবি করা হয়েছে। বেঙ্গালুরুর নন্দী লিঙ্ক রোডে তৈরি করা হয়েছিল এই কাটআউট ‘কেজিএফ ২’ মুক্তির সময় যশকে ঘিরে উন্মাদনা এতটাই ছিল যে দিবাগত রাত তিনটার সময় ওডিশার একটি সিনেমা হলে সেই ছবি প্রদর্শিত হয়েছিল। জানলে অবাক হবেন, তিনটার সময়ও শো হাউসফুল হয়েছিল, ওডিশার ইতিহাসে যা প্রথম। একই কাণ্ড ঘটেছিল গুজরাটের সুরটে। সেখানে সকাল ছয়টার সময়ই শো হাউসফুল হয়েছিলবেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে একে একে ৭০০ ভক্তের সঙ্গে আলাদা আলাদা ছবি তুলেছিলেন যশ। এ খবর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তরা বলেছিলেন, ‘যশই হলেন আসল তারকা।’