আজ ৮ জানুয়ারি দক্ষিণি তারকা যশের জন্মদিন। কন্নড় অভিনেতার আসল নাম নবীন কুমার গওডা। তবে তিনি যশ নামেই খ্যাত। এ বছর তিনি ৩৮তম জন্মবার্ষিকী উদ্যাপন করছেন। এই বিশেষ দিনে অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন ‘কেজিএফ’ অভিনেতা। অবশ্য তাঁকে নিয়ে ভক্তদের পাগলামিটা সব সময় একটু বেশিই থাকে। দেশের ঘরে ঘরে তাঁর ভক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। প্রিয় তারকাকে ঘিরে তাঁর ভক্তদের উন্মাদনার নানা ছবিই ধরা পড়ে। তবে যশের ভক্তদের পাগলামির কথা জানলে হতবাক হবেন। এ অভিনেতার জন্মদিনে চলুন জেনে নিই তেমনই কিছু পাগলামির গল্প, দেখি নিই পারিবারিক কিছু ছবিও।