বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার নাম ভাঙিয়ে ৫০ লাখ রুপি প্রতারণার অভিযোগ উঠেছে। জানা গেছে অভিনেতার একটি ফ্যান পেজের দুই অ্যাডমিন দাবি করেন, সিদ্ধার্থের জীবনের ঝুঁকি রয়েছে। অভিনেত্রী কিয়ারা আদভানি খুনের হুমকি দিয়ে তাঁকে বিয়ে করেছেন।
এখন তাঁর টাকার দরকার। প্রিয় তারকার বিপদ শুনে ৫০ লাখ রুপি দিয়ে দেন ওই অনুরাগী। পরে বুঝতে পারেন, তিনি বড়সড় জালিয়াতির শিকার হয়েছেন। এই বিষয়টি নিয়ে এ বার মুখ খুললেন সিদ্ধার্থ।
সিদ্ধার্থ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পোস্টে লিখেছেন, ‘আমি জানতে পেরেছি, কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নাম করে জালিয়াতি চালিয়ে যাচ্ছে।
তাঁদের দাবি, আমার ও আমার পরিবারের সঙ্গে তাঁরা জড়িত। আমি সবাইকে বলতে চাই, আমি বা আমার পরিবারের কেউই এই ধরনের কাজ সমর্থন করি না।’
সিদ্ধার্থের ভক্ত-অনুসারীরা যাতে এই ধরনের জালিয়াতিতে বিশ্বাস না করেন, সেই আবেদনও করেছেন অভিনেতা।
এই ধরনের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করব। কেউ যদি সন্দেহজনক কোনো অনুরোধ আপনার কাছে করে, সেটার বিষয়ে অবিলম্বে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিযোগ জানান। ভুল খবর ছড়ানো থেকে বিরত থাকুন
তিনি লিখেছেন, ‘এই ধরনের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করব। কেউ যদি সন্দেহজনক কোনো অনুরোধ আপনার কাছে করে, সেটার বিষয়ে অবিলম্বে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিযোগ জানান। ভুল খবর ছড়ানো থেকে বিরত থাকুন।’
পোস্টের শেষে সিদ্ধার্থ লিখেছেন, ‘অনুরাগীরাই আমার শক্তি। তাঁদের বিশ্বাস ও নিরাপত্তা আমার কাছে অগ্রাধিকার পায়।’
উল্লেখ্য, এক্স হ্যান্ডলে একাধিক পোস্ট করে এই জালিয়াতির কথা জানান যুক্তরাষ্ট্রের বাসিন্দা মিনু। তিনি জানান, আলিজা ও হুসনা পরভিন নামে দুজন সিদ্ধার্থকে নিয়ে মনগড়া একটি গল্প শুনিয়েছিলেন তাঁকে। যা বিশ্বাস করেই জালিয়াতির ফাঁদে পা দিয়েছিলেন তিনি।