দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরেছেন ‘বলিউড বাদশা’। বলা যায়, ফেরার মতোই ফিরেছেন তিনি। ‘পাঠান’ দিয়ে বক্স অফিসে ঝড় তোলার পর এবার মেসিকে হারিয়ে শীর্ষ প্রভাবশালী ব্যক্তির মুকুট এখন শাহরুখের মাথায়। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী টাইম পরিচালিত পাঠক জরিপের ফলাফলে মেসিকে হারিয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায় শীর্ষ স্থান দখল করলেন শাহরুখ খান। এই তালিকায় শাহরুখ পেছনে ফেলেছেন ফেসবুকের কর্ণধার মার্ক জাকারবার্গ, টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, হলিউড তারকা মেগান মার্কেল, প্রিন্স হ্যারির মতো ব্যক্তিদের।
যুক্তরাষ্ট্রের সাময়িকী টাইম আয়োজন করেছিল ২০২৩ সালের ‘টাইম হানড্রেড পোল’-এর। এই আয়োজনে ১ দশমিক ২ মিলিয়ন পাঠক অংশগ্রহণ করেন। পাঠকের ভোটের ৪ শতাংশ ভোট পেয়ে শীর্ষ স্থান দখল করেন এই বলিউড অভিনেতা।
এই তালিকায় ৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ইরানি নারীরা। যাঁরা নিজেদের অধিকারের জন্য প্রতিবাদ করেছিলেন।
করোনা মহামারির সময় যাঁরা মানুষকে মহামারি থেকে রক্ষা করতে দিনরাত সেবা করে গেছেন, সেই সব স্বাস্থ্যসেবা কর্মী ভোট পেয়েছেন ২ শতাংশ। তাঁরা রয়েছেন এই তালিকার তৃতীয় স্থানে। তারকা দম্পতি মেগান মার্কেল ও প্রিন্স হ্যারি এই তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছেন। দুজনই ১ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন। গত বছরের ডিসেম্বরেই তাঁর অসাধারণ নৈপুণ্যে ৩৬ বছর পর বিশ্বকাপ ঘরে তুলেছিল আর্জেন্টিনা। সেই লিওনের মেসি ১ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে এই তালিকার পঞ্চম স্থানে রয়েছেন।
শাহরুখ খানকে সামনে দেখা যাবে অ্যাটলি কুমারের ‘জওয়ান’ সিনেমায়। এ ছাড়া রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’তেও তিনি অভিনয় করবেন। এ ছাড়া সালমান খানের ‘টাইগার ৩’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে তাঁকে।