তামান্না, সানিয়া অথবা মালাইকা, কে ছিলেন না এই আয়োজনে

গতকাল বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ে হয়ে গেল বলিউড হাঙ্গামা ইন্ডিয়া এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ড। এতে হাজির ছিলেন বলিউডের প্রথম সারির প্রায় সব তারকাই। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক তাঁদের একঝলক।
বলিউডের যেকোনো অনুষ্ঠানে হাজির থাকেন করণ জোহর। এদিনও ব্যতিক্রম ছিল না। তাঁর সঙ্গে দেখা যাচ্ছে দুই অভিনেত্রী তামান্না ভাটিয়া ও সানিয়া মালহোত্রাকে
এএফপি
তারকা দম্পতি আলী ফজল ও রিচা চাড্ডা
শাড়িতে এই সময়ের ব্যস্ত অভিনেত্রী সবিতা ধুলিপালা
অনুষ্ঠানে ছিলেন বরুণ ধাওয়ানও
মালাইকা অরোরা ছিলেন এদিনের আয়োজনে, তবে অর্জুন কাপুরকে দেখা যায়নি
‘দৃশ্যম’ দিয়ে ভারতে ব্যাপক পরিচিতি পাওয়া দক্ষিণি অভিনেত্রী শ্রিয়া স্মরণও ছিলেন
হাস্যোজ্জ্বল সুস্মিতা সেন
অভিনেত্রী অদিতি রাও হায়দারিও ছিলেন এই আয়োজনে
গ্ল্যামারাস লুকে তামান্না ভাটিয়া
যথারীতি আসর মাতিয়ে রাখেন পঙ্কজ ত্রিপাঠি
সাদা পোশাকে এসেছিলেন সানিয়া মালহোত্রা