বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিগজাউম’–এর প্রভাবে ভারতের চেন্নাইয়ে প্রবল বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে চেন্নাইয়ের অনেক আবাসিক এলাকা। বৃষ্টির কারণে চেন্নাইয়ে গত সোমবারই পাঁচজনের মৃত্যু হয়েছে। এ অবস্থায় চেন্নাইয়ে আটকে পড়েন বলিউড অভিনেতা আমির খান। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী ২৪ ঘণ্টার বেশি সময় ধরে তিনি বন্যাকবলিত এলাকায় আটকে ছিলেন। অবশেষে তাঁকে উদ্ধার করা হয়।
নৌকায় বসা আমির খানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আমিরের সঙ্গে একই নৌকায় ছিলেন তামিল তারকা বিষ্ণু বিশালও। তিনিই আমিরের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
সঙ্গে লেখেন, ‘উদ্ধারকারীদের অসংখ্য ধন্যবাদ, যাঁরা এই প্রতিকূল পরিস্থিতিতে আমাদের সাহায্য করেছেন। করপক্কমে উদ্ধারকাজ চলছে। আমি নিজেই তিনটি উদ্ধারকারী নৌকা দেখতে পেয়েছি।’
বন্যা পরিস্থিতিতে তামিলনাড়ুর সরকারের কাজেরও প্রশংসা করেন তামিল অভিনেতা। বন্যা পরিস্থিতিতে সেখানকার স্থানীয় সরকারের কাজেরও প্রশংসা করেন তামিল অভিনেতা। দিন দুয়েক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বাসার ছবি পোস্ট করেছিলেন বিষ্ণু। বাড়ির ছাদে বসে যে ছবি তুলে সমাজমাধ্যমের পোস্ট করেছিলেন তিনি, তাতে দেখা যায়, বাড়ির একটি তলা প্রায় পানির নিচে। বিদ্যুৎ নেই, ছিল না মোবাইলের নেটওয়ার্কও।
তবে বিষ্ণু বলেছেন, সাহায্য পেতে খুব একটা বেশি অপেক্ষা করতে হয়নি তাঁদের। একে একে সব বন্যাকবলিত জায়গাতেই পৌঁছে যাচ্ছে সাহায্য, জানান তামিল অভিনেতা।
গতকাল সোমবার থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ুজুড়ে ভারী বৃষ্টি শুরু হয়েছে। আগামী দুই দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পদুচেরি, করাইকানাল, ইয়ানামসহ একাধিক জায়গায়। চেন্নাইয়ের নিচু এলাকাগুলোতে পানি ঢুকছে। এর মধ্যেই ফেসুবুকে দেখা গেছে বানভাসি বহু এলাকা।
জানা গেছে, মুম্বাইয়ের সব কাজ ফেলে চেন্নাইতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন আমির খান। আর এর পেছনের কারণ, অভিনেতার মা জিনাত হুসেইনের অসুস্থতা।
চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৮৯ বছর বয়সী জিনাত হুসেইন। সে কারণেই মায়ের পাশে থাকতে মাসখানেকের জন্য চেন্নাইতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন আমির। হাসপাতালের কাছেই একটি হোটেলে থাকছেন অভিনেতা। এক বছর যাবৎ অভিনয়ের চেয়ে পরিবারকেই বেশি গুরুত্ব দিচ্ছেন আমির খান। জানিয়েছেন, কাজ থেকে বিরতি নিয়ে কিছুটা সময় মা এবং সন্তানদের সঙ্গে কাটাতে চান তিনি।