নায়িকা হয়ে আসছেন ‘ব্ল্যাক’ সিনেমার সেই শিশুশিল্পী

সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘ব্ল্যাক’ সিনেমায় রানী মুখার্জির ছোটবেলার চরিত্রে অভিনয় করে রাতারাতি পরিচিতি পেয়েছিলেন শিশুশিল্পী আয়েশা কাপুর। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে তাঁকে নিয়ে থাকল আরও তথ্য।
২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমায় মিশেল নামে এক অন্ধ মেয়ের ভূমিকায় অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন ১৪ বছর বয়সী আয়েশা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
এবার নায়িকা হিসেবে পর্দায় ফিরছেন তিনি। ‘হরি ওম’ নামের একটি সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন তিনি
অভিনয়ে ফেরা প্রসঙ্গে এক বিবৃতিতে আয়েশা বলেন, ‘অভিনয়ে ফিরে আমার খুব ভালো লাগবে। সিনেমাটির শুটিং করছি।’
‘ব্ল্যাক’ মুক্তির পর ২০০৯ সালে ‘সিকান্দার’ সিনেমায় নাসরিন নামের এক কাশ্মীরি মুসলিম তরুণীর চরিত্রে অভিনয় করেছিলেন আয়েশা। এরপর আর তাঁকে অভিনয়ে পাওয়া যায়নি
ভারতের পদুচেরির অরোভিল শহরে আয়েশার জন্ম। পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে