কন্নড় সুপারস্টার যশের ছবি মানে হুলস্থুল কাণ্ড! তাঁর ছবি মুক্তির সঙ্গে সঙ্গে সিনেমাপ্রেমীরা ভিড় করেন প্রেক্ষাগৃহে। এমনকি যশের ছবির ঘোষণার পর থেকে ছবিটিকে ঘিরে উন্মাদনা শুরু হয়ে যায়। এই প্যান ইন্ডিয়া তারকার ‘টক্সিক’ ছবিকে ঘিরে এমনই উন্মাদনা দেখা যাচ্ছে। আগামী বছর এপ্রিলে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ‘টক্সিক’ নির্ধারিত দিনে মুক্তি পাচ্ছে না। এ খবর প্রকাশ্যে আসার পর যশের অনুরাগীরা হতাশ।
‘কেজিএফ’ ছবির হাত ধরে রাতারাতি প্যান ইন্ডিয়া নায়ক হয়ে উঠেছিলেন যশ। এই ছবির পর থেকে তাঁর তারকাখ্যাতি আকাশছোঁয়া। গত বছর ‘টক্সিক’ ছবির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল।
এর পাশাপাশি জানানো হয়েছিল যে ছবিটি ২০২৫ সালের ১০ এপ্রিল মুক্তি পাবে। কিন্তু ‘টক্সিক’ ওই দিন মুক্তি পাচ্ছে না। আর এ কথা স্বয়ং যশ জানিয়েছেন। এক সাক্ষাৎকারে এই দক্ষিণি তারকা বলেছেন, ‘“টক্সিক” ১০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু তা হচ্ছে না।’
যশের ভাষ্যে, ছবিটির শুটিং শুরু হওয়ার আগে তাড়াহুড়ো করে এর মুক্তির দিন ঘোষণা করা হয়েছে। ‘টক্সিক’ ছবি মুক্তির নতুন দিনক্ষণের প্রসঙ্গে যশকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ‘এখনই আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। কিছুদিন পর আনুষ্ঠানিক ভাবে সবকিছু ঘোষণা করা হবে।
“টক্সিক”-এর ভিএফএক্সের কাজ অস্কার ও জাতীয় পুরস্কারজয়ী সংস্থা ডিএনইজি করতে চলেছে।’
‘টক্সিক’ ছবিতে যশ ছাড়া নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশিকে দেখা যাবে। মেগা বাজেটের এই ছবিতে তথ্যপ্রযুক্তির অনেক কারিকুরি থাকবে। শুটিং চলছে নিয়মিত।