‘ভুলভুলাইয়া ৩’ আর ‘সিংহাম এগেইন’-এর মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা সবারই জানা ছিল। মোট আয়ের দিক থেকে এই দৌড়ে কার্তিক আরিয়ানের ‘ভুলভুলাইয়া ৩’-এর চেয়ে এখনো এগিয়ে আছে অজয় দেবগনের ‘সিংহাম এগেইন’। তবে গতকাল বুধবার পর্যন্ত বক্স অফিসের পরীক্ষায় কার্তিকের ছবি রীতিমতো দাপট দেখিয়েছে। সে তুলনায় অজয়ের ছবি ধাক্কা খেয়েছে।
দীপাবলি উপলক্ষে মুক্তি পেয়েছে ‘ভুলভুলাইয়া’ ও ‘সিংহাম’—এই দুই ফ্র্যাঞ্চাইজির দুই সিকুয়েল ছবি। একদিকে কার্তিক, অপর দিকে অজয়ের সঙ্গে বিশাল পুলিশ বাহিনী। বক্স অফিসের লড়াইয়ে দুজনই বরাবর ভালো দাপট দেখিয়ে আসছেন।
রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’ মুক্তির শুরুতে বেশ ভালোই ব্যবসা করেছিল। মুক্তির প্রথম দিন ছবিটি ৪৩ দশমিক ৫ কোটি রুপি, দ্বিতীয় দিন ৪২ দশমিক ৫ কোটি আর তৃতীয় দিন, অর্থাৎ গত রোববার ৩৫ দশমিক ৭৫ কোটি আয় করে।
সোমবার অজয়ের ছবি আয় করেছে ১৭ দশমিক ৫ কোটির কাছাকাছি। রোববারের তুলনায় সোমবার প্রায় অর্ধেক আয় করেছে ‘সিংহাম এগেইন’। শুধু তা–ই নয়, বক্স অফিসের দিকে ভালো করে নজর দিলে দেখা যাবে যে রোহিতের কপ ইউনিভার্সের এই ছবির ব্যবসা ক্রমে কমছে। তবে মুক্তির মাত্র তিন দিনে ‘সিংহাম এগেইন’ ১০০ কোটি পার করে ফেলেছে।
ভারতের বক্স অফিস থেকে এ ছবির আয় ১৮৪ দশমিক ২৫ কোটি রুপির মতো। আর দুনিয়াজুড়ে ‘সিংহাম’-এর এই সিকুয়েল ২৩০ কোটি পার করেছে। ছবিতে অজয়ের বিশাল বাহিনীতে আছেন অক্ষয় কুমার, সালমান খান, রণবীর সিং, টাইগার শ্রফ, দীপিকা পাড়ুকোনের মতো হেভিওয়েট যোদ্ধারা। ‘সিংহাম এগেইন’ চিত্রসমালোচকদের মন জয় করতে পারেনি। রোহিতের এই ছবির বাজেট ৪০০ কোটির মতো। তাই নির্মাতাদের আয়ের মুখ দেখতে হলে অজয় আর তাঁর বাহিনীকে বক্স অফিসে আরও লম্বা দৌড় দৌড়াতে হবে।
এদিকে অজয়ের বাহিনীর সঙ্গে বুক চিতিয়ে লড়ে যাচ্ছেন কার্তিক আরিয়ান। তাঁর সঙ্গী হয়েছেন মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালান। আনিস বাজমির এই ভৌতিক হাসির ছবিতে কার্তিকের সঙ্গে রোমান্স করতে দেখা গেছে তৃপ্তি দিমরিকে। ‘ভুলভুলাইয়া ৩’ ছবিটি হিন্দি বলয়ে ভালো ব্যবসা করছে। কার্তিকের এই ছবির ওপেনিং ডের আয়ের অঙ্ক ছিল ৩৫ দশমিক ৫ কোটি।
মুক্তির দ্বিতীয় ও তৃতীয় দিনে ব্যবসা করেছে ৩৭ কোটি ও ৩৩ দশমিক ৫ কোটি। গত মঙ্গলবার পর্যন্ত ভারতীয় বক্স অফিস থেকে ছবিটির আয় ১৩৭ কোটি রুপি, দুনিয়াজুড়ে ছবিটির ব্যবসা ২০০ কোটি রুপি ছাড়িয়েছে। তুলনামূলক হিসাব করলে তাই কার্তিকের দিকে পাল্লা ধীরে ধীরে ভারী হচ্ছে। ছবির বাজেট ১৫০ কোটি। তাই লাভের মুখ দেখতে নির্মাতাদের খুব বেশি অপেক্ষা করতে হবে বলে মনে হয় না।