গত বছর কাতার ফুটবল বিশ্বকাপের ট্রফি উন্মোচনে দেখা গিয়েছিল ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। এবার দেখা গেল অস্কারের মঞ্চে। আজ ৯৫তম অস্কারের আসরে হাজির হয়েছিলেন এ অভিনেত্রী। কিন্তু অস্কারে তাঁর ভূমিকা কী ছিল? জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।
অস্কারে কোনো মনোনয়ন পাননি দীপিকা পাড়ুকোন, তাঁর ভূমিকা ছিল ঘোষকের
এবারের অস্কারে সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছে ‘আরআরআর’ সিনেমার গান ‘নাটু নাটু’। অস্কারের মঞ্চে গানের তালে পারফর্ম করেন রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব। তাঁর আগে পারফরমারদের পরিচয় করিয়ে দেন দীপিকা
বিজ্ঞাপন
গানটিকে নাচের জন্য দুর্দান্ত বলে অবিহিত করেন দীপিকা। তিনি বলেন, ‘এটা সবাইকে আটকে রাখার মতো একটি গান, যার সঙ্গে দুর্দান্ত নাচ মানিয়ে যায়; ফলে গানটির বৈশ্বিক জনপ্রিয়তা পেতে সময় লাগেনি’