সালমানের পরের ছবিতে নায়িকা হবেন এই তিন দক্ষিণি তারকার একজন
সালমানের পরের ছবিতে নায়িকা হবেন এই তিন দক্ষিণি তারকার একজন

সালমানের পরের ছবিতে দেখা যাবে দক্ষিণি নায়িকাকে, তিন তারকার মধ্যে কে এগিয়ে

‘টাইগার ৩’ ছবির কারণে এই মুহূর্তে বারবার চর্চায় উঠে আসছেন বলিউড সুপারস্টার সালমান খান। এই ছবিকে ঘিরে ভাইজানের অনুরাগীদের মধ্যে উন্মাদনা ক্রমেই বেড়ে চলেছে। তবে সালমান এরই মধ্যে তাঁর পরবর্তী ছবিকে ঘিরেও আলোচনায় উঠে এসেছেন। আগেই খবর ছিল, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির ২৫ বছর পর সালমান আর নির্মাতা করণ জোহর আবার একসঙ্গে আসতে চলেছেন। এই ছবিটি পরিচালনা করবেন বিষ্ণুবর্ধন।

‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির পর সালমানকে বিষ্ণুবর্ধনের আগামী অ্যাকশন থ্রিলারধর্মী ছবিতে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। কিছুদিন আগে ভাইজানকে প্রায় ন্যাড়া মাথায় দেখা গিয়েছিল।

সালমান খান
ফেসবুক থেকে

শোনা গেছে, এটা তাঁর আগামী ছবির নতুন লুক। সালমানের এই নতুন লুক দারুণভাবে চর্চায় উঠে এসেছিল। বিষ্ণুবর্ধনের নাম ঠিক না হওয়া ছবিতে তাঁকে প্রায় ন্যাড়া মাথায় দেখা যাবে।

এবার এই ছবির নায়িকাকে ঘিরেও কিছু তথ্য উঠে এসেছে। জানা গেছে, এই ছবিতে সালমানের সঙ্গে কোনো বলিউড নায়িকাকে দেখা যাবে না। কারণ, পরিচালক বিষ্ণুবর্ধন তাঁর এই ছবিতে চান কোনো দক্ষিণি নায়িকাকে। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, ভাইজানের বিপরীতে দেখা যাবে কোনো দক্ষিণি রূপসীকে। করণ জোহরের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে দক্ষিণের সামান্থা রুথ প্রভু, তৃষা কৃষ্ণান, আনুশকা শেঠির সঙ্গে কথাবার্তা চলছে বলে জানা গেছে। তবে এই দৌড়ে সামান্থা এগিয়ে আছেন।

বিষ্ণুবর্ধনের এটা দ্বিতীয় হিন্দি ছবি হতে চলেছে। এর আগে ‘শেরশাহ’ ছবির জন্য সেরা পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। বিষ্ণুবর্ধনের এই ছবিতে সালমানকে আধা সামরিক কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। আরও জানা গেছে, ছবির চিত্রনাট্য, সংলাপ চূড়ান্ত হয়ে গেছে। আর বিষ্ণুবর্ধন যুদ্ধের প্রেক্ষাপটে অ্যাকশন থ্রিলারধর্মী ছবিটি বড় আকারে আনতে চলেছেন। ছবির বাজেটও বেশি।

পরের ছবিতে সালমানের নায়িকা হতে পারেন সামান্থা

চলতি বছরের ডিসেম্বরে ছবির কিছু অংশের শুটিং হবে। আর আগামী বছর জানুয়ারিতে টানা শুটিং হবে। সালমানও এই ছবির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন।

আধা সামরিক কর্মকর্তার চরিত্রে অভিনয় করার জন্য ভাইজান এখন নিজেকে ফিট রাখছেন। এখন রোজ জিমে যাচ্ছেন এই তারকা। আর কঠোর ডায়েট মেনে চলছেন। ধর্মা প্রোডাকশনের এই ছবির চূড়ান্ত শিল্পীর তালিকা আর মুক্তির দিন আগামী দুই মাসের মধ্যে জানা যাবে। সালমান-বিষ্ণুবর্ধনের ছবিটি ১৯৮৮ সালে মালদ্বীপের অভ্যুত্থানের ওপর হতে চলেছে।