কলা থেকে বুলবুল—সচরাচর জটিল চরিত্রে বেশি দেখা যায় তৃপ্তি দিমরিকে। এবার এই বলিউড অভিনেত্রীকে দেখা গেল কমেডি সিনেমা ‘ব্যাড নিউজ’-এ। আনন্দ তিওয়ারি পরিচালিত এই ছবিতে ভিকি কৌশলের সঙ্গে তাঁর রোমান্স মুগ্ধ করেছে সিনেমাপ্রেমীদের। সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমাটি নিয়ে প্রথম আলোর মুম্বাই প্রতিনিধির সঙ্গে খোলামেলা আড্ডা দেন তৃপ্তি।
আলাপ শুরু হয় ‘ব্যাড নিউজ’ দিয়ে। ছবিটি প্রসঙ্গে অভিনেত্রী জানান, ‘ব্যাড নিউজ-এ অভিনয় নিয়ে শুরুতে একটি দ্বিধায় ছিলাম। কারণ, এই প্রথম আমি কমেডি ঘরানার চরিত্রে অভিনয় করলাম। এর আগে আমাকে জটিল চরিত্রে বেশি দেখা গেছে। এ ধরনের চরিত্রে বেশি স্বচ্ছন্দ বোধ করতে শুরু করেছিলাম। আমি অন্তর্মুখী স্বভাবের। তাই ‘ব্যাড নিউজ’-এর “সালোনি”র চরিত্রের সঙ্গে কতটা সুবিচার করতে পারব, তা নিয়ে মনে সংশয় ছিল। তবে এ-ও মনে হয়েছিল, আমাকে নিজের কমফোর্ট জোন থেকে বের হতে হবে। এ যাত্রায় সম্ভবত উতরে গেছি (হাসি)। তবে আমাকে জটিল চরিত্র বেশি টানে।’
‘অ্যানিমেল’ ছবির পর তৃপ্তি রাতারাতি ভারতের ‘জাতীয় ক্রাশ’ হয়ে উঠেছেন। নতুন এই তকমা প্রসঙ্গে অভিনেত্রী লাজুক হেসে বলেন, ‘এই তকমা নিশ্চয় উপভোগ করছি। প্রশংসা শুনতে কার না ভালো লাগে। তবে আমি চাই, আমার চরিত্রের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিতে। কাশ্মীরে গেলে আমাকে অনেকে “লায়লা” নামে ডাকেন।’
রণবীর ও ভিকির মতো অভিনেতাদের সঙ্গে কাজ করব ভেবে শুরুতে আমি একটু চাপেই ছিলাম। কিন্তু শুটিং শুরুর দু-এক দিন পর সেটা গায়েব হয়ে যায়। কারণ, দুজনেই আমাকে খুবই সম্মান দিয়েছেন। আমি যে তাঁদের তুলনায় অনেকটাই নতুন, তা কখনোই বুঝতে দেননি। এভাবে আমার কাজটা সহজ হয়ে গেছে।তৃপ্তি দিমরি
তৃপ্তির মতে ‘অ্যানিমেল’ খ্যাতি দিলেও, ‘বুলবুল’ তাঁকে অভিনেত্রী হিসেবে মানুষের মনে জায়গা করে দিয়েছে। তাঁর কথায়, ‘“বুলবুল”কে আমি আমার ক্যারিয়ারের বাঁকবদলের সিনেমা বলে মনে করি। এই ছবির হাত ধরেই আমি অ্যানিমেল, ব্যাড নিউজ ছবিতে সুযোগ পেয়েছি। সব সময় চেয়েছি, অভিনয়ের জোরে নিজেকে প্রতিষ্ঠিত করতে। পর্দায় শুধু সুন্দর দেখাতে চাইনি।’
‘অ্যানিমেল’ ছবিতে ছোট এক চরিত্রে দেখা গিয়েছিল তৃপ্তিকে। কিন্তু পর্দায় স্বল্প উপস্থিতিতে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। এই ছবির প্রসঙ্গ উঠতে অভিনেত্রী জানান, ‘পর্দায় যেহেতু আমার উপস্থিতি কম, তাই আমার মনে শুরুতে সংশয় ছিল। কিন্তু সন্দীপ রেড্ডি ভাংগার সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। পরিচালক আমাকে আশ্বাস দিয়েছিলেন, আমার অভিনীত চরিত্রটি দারুণ সাড়া ফেলবে। তাঁর অনুমানই সত্য হয়েছিল।’
‘অ্যানিমেল’ ছবিতে রণবীর কাপুর, ‘ব্যাড নিউজ’-এ ভিকি কৌশলের মতো অভিনেতার সঙ্গে কাজ করেছেন তৃপ্তি। এই দুই তারকার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তৃপ্তি জানান, ‘রণবীর ও ভিকির মতো অভিনেতাদের সঙ্গে কাজ করব ভেবে শুরুতে আমি একটু চাপেই ছিলাম। কিন্তু শুটিং শুরুর দু-এক দিন পর সেটা গায়েব হয়ে যায়। কারণ, দুজনেই আমাকে খুবই সম্মান দিয়েছেন। আমি যে তাঁদের তুলনায় অনেকটাই নতুন, তা কখনোই বুঝতে দেননি। এভাবে আমার কাজটা সহজ হয়ে গেছে।’
তৃপ্তির ঝুলিতে এখন দারুণ দারুণ সব প্রকল্প। অভিনেত্রী বলেন, ‘জীবনের এই পর্যায়টা আমি দারুণ উপভোগ করছি। তবে আমি কোনো কিছুর পেছনে দৌড়াই না। আমার ভাগ্যে যা লেখা আছে, আমি তা পাব-ই। তাই কোনো কিছু না পাওয়ার যন্ত্রণা আমাকে আর কষ্ট দেয় না।’
গত কয়েক বছরে তৃপ্তির মধ্যে কী বদল এসেছে? জানতে চাইলে তিনি হেসে এই প্রতিবেদককে জিজ্ঞেস করেন, ‘আপনি তো শুরু থেকে আমাকে দেখছেন। বলুন, আমার মধ্যে কী কী বদল এসেছে?’ তৃপ্তি আগের থেকে বেশি আত্মবিশ্বাসী হয়েছেন জানালে ঘাড় নাড়িয়ে একমত হন তৃপ্তিও। তিনি বলেন, ‘একদম ঠিক বলেছেন। এখন আমার মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে। আগে আমি নিজেকে গুটিয়ে রাখতাম। চাপা স্বভাবের ছিলাম। আগে নির্ভীক ছিলাম। তাই সাতপাঁচ না ভেবে দিল্লি থেকে মুম্বাই এসেছিলাম। “ইনসাইডার” বা “আউটসাইডার” শব্দগুলোকে আমি সিরিয়াসলি নিই না। এখন আমি ইন্ডাস্ট্রির একজন। সবাই আমাকে খোলামনে স্বাগত জানিয়েছেন।’