গোবিন্দ। এএনআই
গোবিন্দ। এএনআই

ভুলবশত গুলি! গোবিন্দর ব্যাখ্যায় সন্তুষ্ট নয় পুলিশ

‘ভুলবশত গুলি চলেছিল। অপারেশন করে সেই গুলি বের করা হয়েছে। চিকিৎসক আর আপনাদের সবার প্রার্থনার জন্য ধন্যবাদ জানাতে চাই। চিন্তা করবেন না আমার জন্য।’ গতকাল এক ভিডিও বার্তায় এভাবেই নিজের অবস্থান তুলে ধরেন গোবিন্দ। এর আগে জানা যায়, ভুলবশত নিজের লাইসেন্স করা রিভলবার থেকে গুলিবিদ্ধ হয়েছেন এই বলিউড অভিনেতা। তবে পুলিশ জানিয়েছে, গোবিন্দর ব্যাখ্যায় সন্তুষ্ট নয় তারা। খবর হিন্দুস্তান টাইমসের।

পুলিশের সূত্রকে উদ্ধৃত করে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অভিনেতা যেভাবে গুলির ঘটনার ব্যাখ্যা দিয়েছেন, তাতে পুলিশ সন্তুষ্ট নয়।

অভিনেতা গোবিন্দ

পুরোপুরি সুস্থ হওয়ার পর আবারও তাঁর জবানবন্দি রেকর্ড করা হতে পারে।

এদিকে আজ অভিনেতার শারীরিক অবস্থার অগ্রগতির খবরও জানা গেছে। গোবিন্দর মেয়ে অভিনেত্রী টিনা আহুজা জানিয়েছেন, তাঁর বাবার অবস্থার উন্নতি হয়েছে।

গোবিন্দর অবস্থা নিয়ে বিবৃতি দিয়েছেন অভিনেত্রী রাবিনা ট্যান্ডনও। এক সময়ের সহ-অভিনেতা সম্পর্কে তিনি বলেন, ‘তাকে আগের চেয়ে ভালো লাগছে।

তাকে দেখেও মনে হয়েছে, অবস্থার উন্নতি হয়েছে। আশা করি, শিগগিরই হাসপাতাল থেকে ছাড়া পাবে।’