সন্দীপ রেড্ডি ভাঙ্গা ও আদিল হুসেইন। কোলাজ
সন্দীপ রেড্ডি ভাঙ্গা ও আদিল হুসেইন। কোলাজ

এআই দিয়ে অভিনেতার চেহারাই পাল্টে দিতে চান পরিচালক

পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার বিরুদ্ধে সিনেমায় নারীবিদ্বেষ ছড়ানোর অভিযোগ নতুন নয়। গত বছর মুক্তি পাওয়া ‘অ্যানিমেল’ নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। ২০১৯ সালে মুক্তি পাওয়া সন্দীপের প্রথম হিন্দি ছবি ‘কবির সিং’-এর বিরুদ্ধেও একই অভিযোগ ছিল।

সম্প্রতি ‘কবির সিং’ অভিনেতা আদিল হুসেইন নিজেই সিনেমাটিতে অভিনয়ের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন। উত্তর দিতেও দেরি করেননি সন্দীপ। এক্সে তিনি রীতিমতো ধুয়ে দিয়েছেন অভিনেতাকে। খবর হিন্দুস্তান টাইমসের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আদিল বলেন, ‘কবির সিং’-এর মতো নারীবিদ্বেষী ছবিতে কাজ করে তিনি অনুতপ্ত। এটাই তাঁর জীবনের প্রথম ছবি, যেটা তিনি চিত্রনাট্য না পড়েই রাজি হয়েছিলেন। ছবি মুক্তির পর তা দেখতে গিয়ে ২০ মিনিটের মধ্যে হল ছেড়ে বের হয়ে যান।

আদিল জানান, তিনি এ ছবি নিয়ে আগ্রহী ছিলেন না। তিনি এজেন্টকে বলেছিলেন প্রযোজনা সংস্থার কাছে মোটা অঙ্কের পারিশ্রমিক চাইতে, যাতে তারা নিজেরাই তাঁকে প্রত্যাখ্যান করে। তবে প্রযোজনা সংস্থা তাতেও রাজি হয়ে যায়। আর তাই শেষ পর্যন্ত তিনিও সিনেমাটিতে ‘হ্যাঁ’ বলার সিদ্ধান্ত নিয়েছিলেন, তা–ও আবার চিত্রনাট্য না পড়েই। তিনি বলেন, যে দৃশ্যের জন্য তিনি শুটিং করেছিলেন, তা যথেষ্ট ভালো বলেই মনে হয়েছিল।

‘কবীর সিং’ সিনেমায় আদিল হুসেইন। আইএমডিবি

আদিলের কথায়, ‘আমি মনে করি, এ ধরনের ছবি এমন কিছু উদ্‌যাপন করে, যা সমাজের জন্য কল্যাণকর নয়। এতে পুরুষের নারীবিদ্বেষকে বৈধতা দেওয়া হয়। এটা কারও বিরুদ্ধে সহিংসতাকে বৈধতা দেয়। তার জন্য নারী হতে হবে না। আমি এই ছবির অংশ হওয়ার জন্য বিব্রত বোধ করি। আশা করি, আমার স্ত্রী এটা দেখবেন না। কারণ, তিনিও এটা অনুমোদন করবেন না।’

আদিলের এই বক্তব্যের পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন সন্দীপ। নিজের এক্স হ্যান্ডলে পরিচালক লেখেন, ‘৩০টি আর্ট ফিল্ম করে আপনি ততটাও খ্যাতি পাননি, যখন আপনি এই একটা ব্লকবাস্টার ছবি থেকে পেয়েছেন, যা নিয়ে আপনার আজ আবার আফসোস হচ্ছে। আপনার লোভ আপনার আবেগের চেয়েও বড়। এটা জেনে আপনাকে কাস্ট করার জন্য আমিও দুঃখ প্রকাশ করছি। আমি ঠিক করেছি, এআইয়ের সাহায্য নিয়ে ছবিতে আপনার মুখ বদলে দেব, আপনাকে লজ্জা থেকে রক্ষা করব। এবার ঠিকভাবে হাসুন।’