২০২২ শেষ হয়ে ২০২৩ শুরু হচ্ছে। নতুন বছরকে বরণ করে নিতে তারকারা ছুটেছেন বিভিন্ন গন্তব্যে। অনন্যা পান্ডেও আর বাকি থাকেন কেন। বলিউড অভিনেত্রীদের প্রিয় মালদ্বীপ হলেও অনন্যার এবারের গন্তব্য থাইল্যান্ড। পর্যটকদের কাছে জনপ্রিয় দেশটির শহর ফুকেট থেকে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। তবে তাঁর ছবিগুলো তুলে দিচ্ছেন কে? চলুন জেনে নেওয়া যাক।