আবারও করোনায় আক্রান্ত অমিতাভ

করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন। ছবি: ইনস্টাগ্রাম
করোনা  আক্রান্ত অমিতাভ বচ্চন। ছবি: ইনস্টাগ্রাম

আবারও করোনাভাইরাসে আক্রান্ত হলেন অভিনেতা অমিতাভ বচ্চন। গতকাল মঙ্গলবার রাতে এক টুইটে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়ে তিনি লিখেছেন, ‘যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা করোনাভাইরাস পরীক্ষা করে নিন।’
২০২০ সালের জুলাইয়ে প্রথমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অমিতাভ বচ্চন। হাসপাতালে দুই সপ্তাহের কোয়ারেন্টিনে ছিলেন বিগ বি। আগস্টে করোনাভাইরাস মুক্ত হয়ে বাসায় ফিরে সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছিলেন। তাঁর সঙ্গে ছেলে অভিষেক বচ্চন ও পুত্রবধূ ঐশ্বরিয়া রাইও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

পরে গত বছর বচ্চন পরিবারের দেখভালের দায়িত্বে থাকা এক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, তবে বচ্চন পরিবারের কেউ আক্রান্ত হননি।

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন কুইজ শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’-এর ১৪তম আসরের উপস্থাপনার দায়িত্ব পালন করছেন। কয়েক দিন আগে শো’র শুটিং করছিলেন তিনি। সপ্তাহ দুয়েক পর মুক্তি পাবে অমিতাভ বচ্চনের সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। অয়ন মুখার্জির পরিচালনায় সিনেমায় অভিনয় করেছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, নাগার্জুন, মৌনি রায়।

বছরের শেষভাগে মুক্তি পাবে অমিতাভ বচ্চনের দুই সিনেমা ‘উনচাই ও ‘গুডবাই’। ‘দ্য ইন্টার্ন’ সিনেমায় অভিনয় শুরু করবেন কয়েক দিনের মধ্যে। এ সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন।

অমিতাভ বচ্চন

১৯৪২ সালের ১১ অক্টোবর ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদে জন্মগ্রহণ করেছিলেন অমিতাভ বচ্চন। তাঁর বাবা প্রখ্যাত কবি হরিবংশ রাই বচ্চন ও মা তেজি বচ্চন।

১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রজগতে যাত্রা শুরু করেন অমিতাভ।
দীর্ঘ চলচ্চিত্রজীবনে ‘আনন্দ’, ‘গুড্ডি’, ‘বাবুর্চি’, ‘জঞ্জির’, ‘সওদাগর’, ‘দিওয়ার’, ‘শোলে’, ‘দো আনজানে’, ‘অমর আকবর অ্যান্টনি’, ‘ডন’, ‘সুহাগ’, ‘লাওয়ারিশ’, ‘সিলসিলা’, ‘শাহেনশাহ’, ‘অগ্নিপথ’, ‘বুম’, ‘বাগবান’, ‘ব্ল্যাক’, ‘সরকার’, ‘নিঃশব্দ’, ‘পা’, ‘অরক্ষণ’, ‘সত্যাগ্রহ’সহ অসংখ্য ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন বলিউডের ইতিহাসে অন্যতম সফল এ অভিনেতা।