‘আমার ভুল স্বীকার করছি’

কালার্স চ্যানেলে শুরু হয়েছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘খাতরোঁ কে খিলাড়ি’র নতুন সিজন। সঞ্চালকের আসনে যথারীতি রোহিত শেঠি। এ উপলক্ষে ১৩ জুলাই মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে আরও কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিনিধির সঙ্গে জনপ্রিয় এ পরিচালকের মুখোমুখি হয়েছিলেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি

শুরুতে ‘খাতরোঁ কে খিলাড়ি’র নতুন সিজন প্রসঙ্গে রোহিত বলেন, ‘সঞ্চালক হিসেবে প্রতিবার নতুন কিছু যোগ করার এক চ্যালেঞ্জ অনুভব করি। ছোট থেকে বড়—সবাই এ শোর ভক্ত। আর এ শোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিযোগীদের নিরাপত্তা। কারণ, তাঁদের কেউ স্টান্টম্যান নন। তাই তাঁদের দিয়ে স্টান্ট করানো অত্যন্ত কঠিন কাজ।’

রোহিত শেঠি
ছবি : ইনস্টাগ্রাম

প্রযোজনা, সঞ্চালনা ও পরিচালনা—এ তিন ভূমিকাই সমান উপভোগ করেন রোহিত। এ পরিচালকের কথায়, ‘এ তিনের স্বাদ ভিন্ন। আর প্রতিটি ভূমিকা থেকে আমি নতুন কিছু শিখি, নতুন কিছু অন্বেষণ করি।’ পর্দায় কখনো অভিনয় করতে দেখা যাবে কি? রোহিতের জবাব, ‘এ ব্যাপারে ভাবিনি। প্রযোজনা, সঞ্চালনা ও পরিচালনা করেই তো ফুরসত পাই না।’

‘খাতরোঁ কে খিলাড়ি’তে রোহিতের নির্দেশে প্রতিযোগীদের ভয়ংকর সব স্টান্ট করতে দেখা যায়। তিনি নিজেও স্টান্টে বিন্দুমাত্র ভয় পান না। কিসে ভয় পান? হেসে রোহিত বলেন, ‘ছোটবেলায় মানুষের ভিড়কে খুব ভয় পেতাম। মঞ্চে উঠতে খুব ভয় করত। স্কুলে আবৃত্তি করার সময় ভয়ে আমার হাত–পা ঠান্ডা হয়ে যেত। আর এখন দেখুন কী না করছি!’

রোহিত শেঠি

রোহিতের বাবা এমবি শেঠি ছিলেন বলিউডের দাপুটে অ্যাকশন কোরিওগ্রাফার ও অভিনেতা। এ পরিচালক জানান, ছোটবেলায় বাবার সঙ্গে বিভিন্ন ছবির সেটে গিয়ে স্টান্টের প্রতি আগ্রহ হয়েছে। তিনি বলেন, ‘চোখের সামনে অমিতজি (অমিতাভ বচ্চন), ধরমজিকে (ধর্মেন্দ্র) স্টান্ট করতে দেখেছি। অক্ষয়, অজয়, সুনীলকেও স্টান্ট করতে দেখেছি। তাঁরা বাস্তবেই স্টান্ট করতেন। এখন তো সব প্রযুক্তির খেলা।’

রোহিত শেঠি

আড্ডার শেষে উঠে আসে রোহিতের শেষ পরিচালিত ছবি সার্কাস-এর কথা। ছবিটি বক্স অফিসে ভালো সাড়া পায়নি। বলিউডের ‘হিট মেশিন’ রোহিত এ ছবির চরম ব্যর্থতা প্রসঙ্গে বলেন, ‘আমি আমার দর্শকের কাছ থেকে সব সময় ভালোবাসা পেয়ে এসেছি। কিন্তু এবার তাঁদের প্রত্যাশা আমি পূরণ করতে পারিনি। আমার চেনা ঘরানার বাইরে গিয়ে ছবিটি বানিয়েছিলাম। তাই দর্শক ছবিটি প্রত্যাখ্যান করেছিলেন। আমি আমার ভুল স্বীকার করছি। তবে পরিচালক হিসেবে আমি অসফল নই। আমার একটা প্রকল্প ব্যর্থ হয়েছে মাত্র।’
সামনে ওটিটিতে মুক্তি পাবে রোহিত পরিচালিত ওয়েব সিরিজ পুলিশ ফোর্স। এ বছরের শেষের দিকে তাঁর অত্যন্ত জনপ্রিয় ফ্রাঞ্চাইজি সিংহাম-এর শুটিং শুরু হবে।